Wednesday , January 22 2025

NU 1st Year Exam Suggestion

NU 1st Year Exam Suggestion is a very popular educational website in Bangladesh. Provide all type of NUBD notice which is publishing by National University Official website www.topbdjobs.com We want to try to publish nubd result notice, nubd admission notice, nubd exam notice, nubd form fil up notice, nubd office close notice etc.Here is national university honours 1st year exam suggestion 2021 for you. The National University of Bangladesh provides a chance to all the students who cannot admit into a Public university to continue their study in 4 years honours course

 

NU 1st Year Exam Suggestion

ক_বিভাগ
যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও। নম্বর ১০ x ১= ১০
1) বাংলা নামের উৎপওি কিভাবে হয়েছিল ব্যখ্যা করো?
2) বাংলা সংকর জাতি – ব্যখ্যা করো?
3) বাঙালির নৃ তাত্ত্বিক বৈশিষ্ট্য লিখ?
4) লাহোর প্রস্তাব কি?
5) দ্বি জাতী তও্ব সম্পর্কে লিখ??
6)বসু সোহরাওয়ার্দী চুক্তি কি?
7) তমুদ্দুন মজলিশ কি?
8) মৌলিক গণতন্ত্র কি? এর উদ্যোশ লিখ?
9) আগরতলা মামলার ষড়যন্ত্র সম্পর্কে লিখ,
10) 1969 সালের গনঅভু্্যথান গুরুত্ব লিখ?
11) LFO বলতে কি বুঝ?
12) মুজিবনগর সরকার সম্পর্কে লিখ?
13) গনহত্যা কি? 1971 সালের গনহত্যা সম্পর্কে লিখ?
14) বঙ্গ বন্ধু হত্যার কারণ কি ছিলো?
15) বঙ্গ বন্ধু সরকারের সফলতা আলোচনা করো?
16) 11 দফা কি?
17) ছয় দফা কি?

 

NU 1st Year Exam Suggestion

 

১. ক. কোন কর্মসূচিকে ব্রিটিশ ম্যাগনাকার্টার সঙ্গে তুলনা করা হয়?
খ. EBDO – এর পূর্ণ রূপ কী?
গ. অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রী কে ছিলেন?
ঘ. মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় এবং কি কি?
ঙ. আওয়ামী লীগের জন্ম হয় কবে?
চ. সর্ব শেষ ব্রিটিশ গর্ভনর জেনারেলের নাম কি?
ছ. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?
জ. মুজিব নগর সরকারের গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে?
১. ক. শহীদ আসাদ কে ছিলেন ?
খ. শেখ মুজিবুর রহমান কবে বঙ্গবন্ধু উপাধি পান ?
গ . ১৭ এপ্রিল কেন বিখ্যাত ?
ঘ . DAC কি ?
ঙ . আইনগত কাঠামো আদেশ ( LFO) কি ?
চ .পাকিস্তানে দ্বিতীয় বারের মত সামরিক শাসন
জারী করা হয় কবে এবং কে জারী করেন ?
ছ . বাকশাল কি ?
জ. কখন এবং কাদের পক্ষ থেকে এগার দফা কর্মসূচি দেয়া হয়?

 

 

NU 1st Year Exam Suggestion

 

.ক বিভাগের জন্য উত্তরসহ আরও বিছু কুইজ প্রশ্ন :
১. গণতান্ত্রিক সংগ্রম পরিষদ কয়টি দল মিলে গঠিত হয় ?
উত্তর : ৮ টি দল মিলে ১৯৬৯ সালে ।
২. আইনগত কাঠামো আদেশ ( LFO) কি ?
উত্তর : ১৯৬৯ সালে জেনারেল ইয়াহিয়া খান ১৯৭০ সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যে বিধিমালা জারি করেন তা আইনগত কাঠামো আদেশ নামে পরিচিতি ।
৩ . ১৯৭২ সালের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কি ছিল ?
উত্তর : ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি ছিল চারটি । এগুলো হলো-
১.ধর্ম নিরপেক্ষতা ২. জাতীয়তাবাদ ৩. গণতন্ত্র ৪. সমাজতন্ত্র
৪. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় কবে ?
উত্তর : ১০ জানুয়ারি (১৯৭২)
৫. কখন,কতটি দল মিলে যুক্তফ্রন্ট গঠিত হয় ?
উত্তর : ১৯৫৩ সালে ৪ ডিসেম্বর
৪ টি দল মিলে যুক্তফ্রন্ট গঠিত হয় ।
৬. কোথায়, কে ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন ?
উত্তর : ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের এক সমাবেশে ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন ।
৭. EBDO – এর পুরো নাম কি ? উত্তর : ১৯৫৯ সালে জেনারেল আইয়ুব খান EBDO জারি করেন, এর পূর্ণ রূপ : EBDO =Elective Bodies Disqualification Order .
৮. সামরিক শাসনের দুইটি বৈশিষ্ট্য তুলে ধর ।
উত্তর : ১. মৌলিক অধিকার স্থগিত করা হয় । ২. রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত করা হয় ।
৯.পাকিস্তানে প্রথম কবে সামরিক শাসন জারি করা হয় ?
উত্তর : ১৯৫৮ সালে , ইস্কান্দার মির্জা ।
১০ .বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে ?
উত্তর : ৬ নং অনুচ্ছেদে ।
১১. বাংলাদেশের সংবিধানের দুইটি বৈশিষ্ট্য লেখ ।
উত্তর : ১. লিখিত সংবিধান ২. জনগনের সার্বভৌমত্ব
১২. বঙ্গবন্ধু কবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন ?
উত্তর : ১৯৭২ সালে ১১ জানুয়ারি ।
১৩ .বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে ?
উত্তর : মাগধী প্রকৃত ভাষা থেকে ।
১৪. অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।
১৬. অবিভক্ত বাংলার প্রথম মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : এ কে ফজলুল হক ।
১৭. পাকিস্তান আমলে পূর্ব বাংলার ওপর বৈষম্যের জন্য সর্ব প্রথম কোন আন্দোলন সংঘটিত হয় ?
উত্তর : ভাষা আন্দোলন ।
১৮. চরমপত্র কি ?
উত্তর : চরমপত্র হচ্ছে – মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত পাক হানাদার বাহিনীর সদস্যদের মনোবল ক্ষুণ্ন করার একটি ব্যাঙ্গাত্মক অনুষ্ঠান । এটির রচনা এবং কণ্ঠ দিতেন, এমআর আখতার মুকুল ।
১৯. মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে কোন সেক্টর কমান্ডার ছিলেন না ?
উত্তর : ১০ নং সেক্টেরে ।
২০. সাইমন ড্রিং কে ছিলেন ?
উত্তর : সাইমন ড্রিং একজন ব্রিটিশ সাংবাদিক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সচিত্র প্রতিবেদন তুলে ধরে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২১. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন ?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২২ . দুই জন নারী বীর প্রতীকের নাম লেখ ?
উত্তর : সেতারা বেগম ও তারামন বিবি ।
২৩. জেল হত্যা দিবস কবে এবং এই দিনে কাদের
হত্যা করা হয়েছিল ?
উত্তর : ৩রা নভেম্বর (১৯৭৫) । ১. তাজ উদ্দীন আহমেদ ২. সৈয়দ নজরুল ইসলাম ৩.ক্যাপ্টেন মুনসুর আলী ৪. এএইচএম কামরুজ্জামান
২৪. জর্জ হ্যারিসন কে ছিলেন ?
উত্তর : একজন মার্কিন সঙ্গীত শিল্পী ছিলেন । যিনি মুক্তিযুদ্ধের সময় ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করে বাঙালী সরনাথীদের অর্থ দিয়ে সাহায্য করেন ।
২৫. মৌলিক গণতন্ত্র কে চালু করেন ?
উত্তর : জেনারেল আইয়ুব খান , ১৯৬২ সালে ।

 

NU 1st Year Exam Suggestion

 

Source: bdjobs.com

খ-বিভাগ
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও।
নম্বর : ৫ x ৪ = ২০
১.বাঙ্গলী জাতির নৃ-তাত্তিক পরিচয় দাও ।
অথবা, বাঙালী সংকর জাতি-ব্যাখ্যা কর।
২. বাংলাদেশের ভূ-প্রকৃতির বর্ণনা দাও।
৩. বসু-সোহরাওয়ার্দী ফর্মূলা কি ? ব্যাখ্যা দাও ।
৪. লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো লেখ ?
৫. বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর।
৬. ভাষা আন্দোলনের পেক্ষাপট বর্ণনা কর।
৭. ‘ছয় দফা হচ্ছে বাঙালী জাতির মুক্তির সনদ’-সংক্ষেপে ব্যাখ্যা কর।
৮. আগড়তলা ষড়যন্ত্র মামলা কি ? ব্যাখ্যা কর।।
৯. বাংলা নামের উৎপত্তি ব্যাখ্যা কর ।
১০. মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের অবদান মূল্যায়ন কর ।
১১. মুক্তিযুদ্ধে মুজিব নগর সরকারের অবদান মূল্যায়ন কর ।
১২. লর্ড মাউন্ট ব্যাটেন পরিকলাপনা / ৩ জুন পরিকল্পনার কি ?
১৩. অখন্ড বাংলা প্রতিষ্ঠায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগ কেন ব্যর্থ হয়ে ছিল ?
১৪. বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি ব্যাখ্যা কর ।
১৫. বাংলাদেশের রাষ্ট্রীয় মুলনীতিসমূহ ব্যাখ্যা কর
১৬. বাংলাদেশের ভৌগোলিক পরিচয় উল্লেখ কর।
১৭. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস সম্পর্কে লিখ ।
১৮. অপারেশন সার্চ লাইট কী?
১৯. বঙ্গবন্ধুর ছয়দফা সম্পর্কে লেখ ?
২০ . মুক্তিযুদ্ধের দুটি সেক্টরের বর্ণনা দাও।

২১. লাহোর প্রস্তাব কী?
২২. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১দফা কর্মসূচি সম্পর্কে লেখ ।
২৩. মুজিব নগর সরকার সম্পর্কে লেখ?
২৪. মুক্তিযুদ্ধে গণহত্যা সম্পর্কে লেখ ।
২৫. অসহযোগ আন্দোলন সম্পর্কে লেখ ।
২৬. বঙ্গভঙ্গ কি এবং কেন রদ করা হয় ?
২৭. মুক্তিযুদ্ধে বিরোধী শক্তির কার্যাকলাপ সম্পর্কে লেখ ।
২৮. আওয়ামী লীগের গঠন সম্পর্কে লেখ।
২৯. পাকিস্তান আমলের অর্থনৈতিক অথবা প্রশাসনিক বৈষম্য তুলে ধর।
৩০. মৌলিক গণতন্ত্র কী?
৩১. ১৯৫৪ সালর যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণগুলো লেখ ?
৩২. চরমপত্র সম্পর্কে কি জান ? ৩৩. পাকিস্তান আমলের প্রশাসনিক কাঠামো তুলে ধর ।
৩৪. সংস্কৃতি সমন্বয়বাদিতা বলতে কি বুঝ? অথবা, ধর্মীয় সহনশীলতা কী ?
৩৫. দ্বি জাতি তত্ত্ব কি? ৩৬. তমদ্দুন মজলিস সম্পর্কে কি জান ?

 

 

NU 1st Year Exam Suggestion

 

 

গ-বিভাগ
যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দাও।
নম্বর : ১০x ৫ = ৫০
১. আমাদের জাতীয় জীবনে ভৌগোলিক প্রভাব আলোচনা কর।
২. নৃ-গোষ্ঠীর সজ্ঞা দাও। বাঙালী জনগোষ্ঠীর নৃ-তাত্তিক বিবরণ দাও ।
৩. বাংলা নামের উৎপত্তি সম্পর্কে আলোচনা কর ।
৪. ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ এবং এর ফলাফল আলোচনা কর।
৫. ছয় দফা কি ? বাঙালী জাতীয়তাবোধ বিকাশে ৬-দফার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর ।
৬. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।
৭. স্বাধীনতা যুদ্ধে বিরোধী শক্তির অপতৎপরতা সম্পর্কে আলোচনা কর।
৮. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর।
৯. সামরিক শাসন কি ? ১৯৫৮ সালে আয়ুব খানের সামরিক শাসন
জারির কারণ ও ফলাফল আলোচনা কর।
১০. লাহোর প্রস্তাব কি ? ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মধ্যেই
স্বাধীন বাংলার বীজনিহিত ছিল – ব্যাখ্যা কর।
১১. পাকিস্তান আমলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যের স্বরূপ বিশ্লেষণ কর।
১২. ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল উল্লখসহ এই নির্বাচনের গুরুত্ব ও
তাৎপর্য বিশ্লেষণ কর।
১৩. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
১৪. যুক্তফ্রন্ট গঠন এবং এই নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
১৫. মুক্তিযুদ্ধে পটভূমিসহ সাধারণ জনগণের ভূমিকা আলোাচনা কর।
১৬. স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর অবদান মূল্যায়ন কর।
১৭. ক্ষমতা গ্রহণের প্রাক্কালে বঙ্গবন্ধু কি কি চ্যালেঞ্জের সম্মূখীন হয়ে ছিলেন আলোচনা কর।
১৮. যুদ্ধ বিধ্বস্ত দেশ পূর্নগঠনে বঙ্গবন্ধুর পদক্ষেপগুলো আলোচনা কর ।
১৯. ৭০ এর নির্বাচন ছিল পাকিস্থান মুত্যুর বার্তা বাহক – ব্যাখ্যা কর।
২০ . বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও চূড়ান্ত বিজয় সম্পর্কে লেখ ।

 

NU 1st Year Exam Suggestion Image File

 

NU 1st Year Exam Suggestion
NU 1st Year Exam Suggestion

 

 

 

About admin

Hi, I am Shohan From Bangladesh. I collect Job Circular From Official Website and Newspaper. Topbdjobs.com Is The Largest Online Job Portal In Bangladesh. Please Stay With Us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *