Wednesday , January 22 2025

Information Commission Cricular 2019 Apply Now

Information Commission Job Circular 2019

তথ্য কমিশনের শূণ্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । তথ্য কমিশন ৮ টি পদে মোট 10 জনকে নিয়োগ দিবে।পদগুলোতে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।আগ্রহ ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া হল।
                                   
                                 

information Commission Cricular 2019

                     

১) পদের নামঃ প্রোগ্রামার।
   পদ সংখ্যাঃ ০১ টি।
   শিক্ষাগত যোগ্যতাঃ সিএসসি/ইইই/আইসিটি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী।
   বেতনঃ ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।

২) পদের নামঃ সহকারী পরিচালক।
     পদ সংখ্যাঃ ০১ টি।
      শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক(সম্মান)সহ স্নাতকোওর ডিগ্রী।
      বেতনঃ ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।

৩)  পদের নাম ব্যাক্তিগত কর্মকর্তা।
       পদ সংখ্যাঃ ০১ টি।
         শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক রা সমমানের ডিগ্রী।
          বেতনঃ ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা।

৪) পদের নামঃ কম্পিউটার অপারেটর।
     পদ সংখ্যাঃ ০১ টি।
      শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে স্নাতক রা সমমানের ডিগ্রী।
     বেতনঃ ১১,০০ – ২৬,৫৯০ টাকা।
   

৫) পদের নামঃ উচ্চমান সহকারী
     পদ সংখ্যাঃ ০১ টি।
      শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী।
      বেতনঃ ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

৬) পদের নামঃ সহকার ী হিসাব রক্ষক।
       পদ সংখ্যাঃ ০১ টি।
        শিক্ষাগত যোগ্যতাঃ বানিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী।
        বেতনঃ ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

৭) পদের নামঃ পিএ কাম কম্পিউটার অপারেটর।
      পদ সংখ্যাঃ ০১ টি।
       শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।
       অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার টাইপিংএ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজীতে যথাক্রমে
       ২০ ও ২৫।
       বেতনঃ ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

   ৮)  পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
        পদ সংখ্যাঃ ০৩ টি।
        শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পাস।
        অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজীতে                        যথাক্রমে ১৫ ও ২০ ।

আবেদনের নিয়মঃ আবেদনপএ পূরণ করে প্রধান তথ্য কমিশন বরাবর,তথ্য কমিশন প্রত্নতত্ব ভবন(তৃতীয় তলা),এফ-৪/এ,আগারগাও প্রশাসনিক এলাকা,শেরে বাংলা নগর,ঢাকা- ১২০৭
বরাবর আগামী ৩১ জুলাই ২০১৯ তারিখের মধ্যে ডাকযোগে পৌছাতে হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুনঃ
                                                           
                                       

                     
 

About admin

Hi, I am Shohan From Bangladesh. I collect Job Circular From Official Website and Newspaper. Topbdjobs.com Is The Largest Online Job Portal In Bangladesh. Please Stay With Us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *