Saturday , December 21 2024

Department of Architecture job circular 2022

Department of Architecture job circular 2022 has published by authority at www.architecture.gov.bd. Architecture job circular 2022 is a best opportunity to get attractive government jobs. Recently, we published www.architecture.gov.bd job circular 2022 and architecture.teletalk.com.bd job circular 2022 on the govt jobs website topbdjobs.com. If you want to apply Architecture job circular 2022, please read the full article carefully.

 

Department of Architecture job circular 2022

To the responsible party in question and land wager govt position you attempt engineering govt Job Circular see here. Full planning and best perform accomplish this great job. Google update new design Job Notice. Is it accurate to say that you are Looking new position round toss Your Curriculum Vitae and online Apply?

Branch of Architecture Job Circular 2022 has been distributed for invalid situation by the authority as per government arrangement. You can check the Department of Architecture Job Circular full subtleties by gather bd employments vocations, likewise shared fundamental information like how to apply application cutoff time, distributed date, compensation, and so on.

Department of Architecture job circular 2022 in bengali

স্থাপত্য অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-২)। পদের সংখ্যা: ৩। আবেদন যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে স্থাপত্যে অন্যূন ডিপ্লোমাসহ কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে অন্যূন দুই বছরের কাজের অভিজ্ঞতা। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা: ২। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: ড্রাফটসম্যান (নকশাকার গ্রেড-৪)। পদের সংখ্যা: ১৯। আবেদন যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি সিভিল/ আর্কিটেকচার/ বিল্ডিং ড্রাফটিং সার্টিকেটসহ কম্পিউটার এইডেড ড্রাফটিংয়ে দুই বছরের কাজের অভিজ্ঞতা। অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে আর্কিটেকচার বিষয়ে অন্যূন চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা: ৮। আবেদন যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২৪,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: গাড়িচালক। পদসংখ্যা: ২। আবেদন যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান পাস। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যু করা বৈধ লাইসেন্সসহ (ভারী লাইসেন্স/ হালকা লাইসেন্স) ভারী/ হালকা যানবাহন চালনায় পারদর্শী।
বেতন স্কেল: ৯,৩০০-২৪,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: সহকারী মডেল মেকার। পদের সংখ্যা: ৩। আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। দুই বছর মেয়াদি সিভিল/ আর্কিটেকচার/ বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

পদের নাম: সহকারী প্রিন্টার। পদের সংখ্যা: ৪। আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি সিভিল/ আর্কিটেকচার/ বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ প্রিন্টিং কাজে অন্যূন এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

পদের নাম: ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন এক বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কোটায় আবেদন করলে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে প্রবেশ করুন http://architecture.teletalk.com.bd/ এখানে।

Department of Architecture job circular 2022
Department of Architecture job circular 2022

About admin

Hi, I am Shohan From Bangladesh. I collect Job Circular From Official Website and Newspaper. Topbdjobs.com Is The Largest Online Job Portal In Bangladesh. Please Stay With Us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *