১৫ তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী ২০ জুন,২০১৯ তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ডকুমেন্টস এর হার্ড কপি NTRCA এর চেয়ারম্যান বরাবর “জি পি ও বক্স নম্বর -১০৩, ঢাকা-১০০০” ঠিকানায় পাঠাতে হবে।
15th ntrca written |
ডকুমেন্টসঃ
[১] online এ পূরনকৃত আবেদন পত্র (Applicant Copy) [২] সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ( সাময়িক/মূল) সত্যায়িত কপি। [৩] সকল শিক্ষাগত যোগ্যতার মার্কসিট (ট্রান্সক্রিপ্ট/ টেবুলেশন সিট) এর সত্যায়িত কপি। [৪] জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি। [৫] প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণের সনদপত্র।এই সকল ডকুমেন্টস কেবল ডাকযোগে পাঠাতে হবে।
খামের উপর “পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা -২০১৮ এর আবেদন পত্র” লিখতে হবে। ভুল করে ২০১৯ লিখবেন না। চিঠি কোনোভাবেই রেজিষ্ট্রেশন করে পাঠানো যাবে না, পাঠালে তা গ্রহন করা হবে না।
ডাকযোগ ব্যাতিত অন্য কোনো মাধ্যমে ডকুমেন্টস পাঠালে গ্রহন করা হবে না।
বি.দ্রঃ এই সকল ডকুমেন্টস এনটিআরসিএ’র কার্যালয়ে কোনোভাবেই সরাসরি জমা দেওয়া যাবে না।
এবং
স্কুল ও কলেজের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ডকুমেন্টস পাঠাতে হবে।