Thursday , December 19 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সব আপডেট নিয়ম (পাশ মার্ক+প্রমোশন+ইমপ্রুভ+পরীক্ষায় অনুপস্থিত)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সব আপডেট নিয়ম (পাশ মার্ক+প্রমোশন+ইমপ্রুভ+পরীক্ষায় অনুপস্থিত)

national university
National University

জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল আপডেট দেখে নিন এক পোস্টে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সব আপডেট নিয়ম (পাশ মার্ক+প্রমোশন+ইমপ্রুভ+পরীক্ষায় অনুপস্থিত) Nu Update Rules


জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাশ কত মার্ক পেলে?
উত্তর: সাধারণত আমারা জানি যে আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা দুইভাবে নেয়া হয়ে থাকে একটা ইনকোর্স আর একটা লিখিত
ইনকোর্স নেয়া হয়ে থাকে বছরের মাঝামাঝিতে যার মার্ক থাকে ২০
এবং এটা সম্পুর্ণ স্যারের নিজের ব্যাপার আপনাকে এই ২০ এর মধ্যে কত দিবেন
তবে ২০ এর ভিতর ০৮ পেতে হবে নুন্যতম
এবং
লিখিত পরীক্ষায় ৮০ এর ভিতর ৩২ পেতে হবে
অর্থাত মোট মিলে আপনাকে ৪০ পেতে হবে।

কয় সাবজেক্ট এ পাশ করলে পরবর্তী বর্ষে উঠা যাবে?
উত্তর: ৩ বিষয়ে ফেল থাকলে কোন সমস্যা নেই তবে এর অধিক বিষয়ে ফেল থাকলে আপনি নতুন বর্ষে উঠতে পারবেন না।
মানে মোট ৪টি বিষয়ে পাশ থাকতে হবে


পরীক্ষায় এবসেন্ট থাকলে

১টা পরীক্ষায় এবসেন্ট থাকলে কোন সমস্যা নেই নতুন বর্ষে উঠা যাবে তবে পরের বছর আবার ওই বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে।

ইমপ্রুভ
ইমপ্রুভ এর যে বিষয়ে পরীক্ষা দিবেন ওই বিষয়ে আপনি সর্বোচ্চ বি প্লাস পাবেন।
পুর্বের নিয়ম ছিল যা পাবেন তাই দিবে তবে এখন আপডেট করা নিয়মানুসারে আপনি যত ভালই ইমপ্রুভ পরীক্ষা দিন না কেন আপনি বি প্লাস এর বেশি পাবেন না।

এক বর্ষ থেকে অন্য বর্ষে উঠতে যে শর্ত:
১ম বর্ষ থেকে ২য় বর্ষে উঠতে ৩টা বিষয়ে পাশ থাকতে হবে এবং জিপিএ 1.75 থাকতে হবে
২য় বর্ষ থেকে ৩য় বর্ষে উঠতে ৩ টা বিষয়ে পাশ থাকতে হবে এবং জিপিএ 2.00 থাকতে হবে
৪র্থ বর্ষে উঠতে সকল বিষয়ে পাশ সহ 2.25 থাকতে হবে

পোস্ট টি লিখেছেন S.r Shohan
এর বাহিরে কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন অথবা আমাদের গ্রুপে পোস্ট করুন

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *