শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে এইচএসসি পরীক্ষার নতুন সূচি ঘোষণা নয়
HSC Exam |
শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে এইচএসসি পরীক্ষার নতুন সূচি ঘোষণা নয় । চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আটকে গেছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষাও।
কবে পরীক্ষা নেয়া হবে বা নেয়া হতে পারে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বৈঠকে বসবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এদিন পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে ওই দিন বেলা ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। আন্তঃশিক্ষা সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল বৈঠকের সভাপতিত্বে করবেন। এইচএসসি ও সমমানের পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, এইচএসসি, একাদশের ভর্তি ও ক্লাস শুরু নিয়ে বোর্ড চেয়ারম্যানরা বসবেন। সেখানে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি হবে। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে এটুকু নিশ্চিত যে, শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে এইচএসসি ও সমমানের নতুন সূচি ঘোষণা করা হবে না।
করোনার কারণে কয়েক দফায় গত ১৭ মার্চ থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তা এখনো অনিশ্চিত।
এ বিষয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। তারা যখন মনে করবে তখনই খুলে দেয়ার সিদ্ধান্ত নিতে পারবে। HSC Exam 2020 BD
সময় নিউজ টিভি