Nesco BD Job Circular |
১. পদের নাম: সাৰ স্টেশন এ্যাটেনডেন্ট (এসএসএ)
২. পদের সংখ্যা মােট ১০০ টি।
৩. মূল বেতন: ২৩,০০০/= এবং বিধি মােতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি
৪. বয়স: ১ জুন ২০১৯ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
৫. শিক্ষাগত যােগ্যতা: কোন স্বীকৃত শিক্ষাবাের্ড থেকে নুনতম উচ্চ মাধ্যমিক (ভােকেশাল বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সমমান পাশ।
৬. আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০১৯
৭. চাকুরির ধরণ: চুক্তি ভিত্তিক, তবে সন্তোষজনক পারফরম্যান্স সাপেক্ষে প্রতি ৩ (তিন) বছর অন্তর নবায়নযােগ্য (৬০ বছর বয়স পর্যন্ত)।
আরো দেখুন ভিডিওতে
৮, আবেদনের ফি: ২০০/- (দুইশত) টাকা মাত্র। আবেদন ও নির্বাচন পদ্ধতিঃ , ১. আগ্রহী প্রার্থীকে “Online Application Form” এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়ােজনীয় তথ্য সহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলােড করতে হবে। 10/০৬/২০১৯ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৩/০৬/২০১৯ইং তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। http://nesco.teletalk.com.bd/ ঠিকানায়Online Application Form পাওয়া যাবে। ২. প্রত্যেক প্রার্থীকে তার আবেদন নিশ্চিতকরণের জন্য http://nesco.teletalk.com.bd/ ঠিকানায় উল্লিখিত নির্দেশনা অনুসরণ করে যে-কোন Teletalk Mobile Connection থেকে | এসএমএস (SMS) এর মাধ্যমে অফেরতযােগ্য ২০০/- (দুইশত) টাকা পরিশােধ করতে হবে।।
Nesco BD Job Circular |
Nesco BD Job Circular |
৩. লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট মূল সনদ ও কাগজ পত্র যাচাই সাপেক্ষে যােগ্য প্রার্থী নির্বাচন করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না।। ৪. নেসকো কর্তৃপক্ষ কোন ধরণের কারণ দর্শানাে ছাড়াই পদ-সংখ্যা বৃদ্ধি/হ্রাস করার এবং নিয়ােগ বিজ্ঞপ্তির যেকোন অংশ পরিবর্তন বা সম্পূর্ণ নিয়ােগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুনঃ www.nesco.gov.bd স্বাক্ষরিত (সৈয়দ আবু তাহের, এসি এস) উপ-কোম্পানি সচিব নেসকো লিঃ, রাজশাহী।