Sunday , December 22 2024

১৬তম নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি আজ পড়বেন পর্বঃ০৭

১৬তম_নিবন্ধন_পরীক্ষার_প্রস্তুতি পর্ব_৭

16th-ntrca-exam

০১) বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
®__সিলেটের লালখানে
→সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে
→শীতলতম স্থান শ্রীমঙ্গল
→উষ্ণতম স্থান লালপুর

০২) বাংলাদেশের শিক্ষার স্তর কতটি?
®__৪টি
★জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে স্তর ৪টি(প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মধ্যমিক ও উচ্চ শিক্ষা)

০৩)বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে পদার্পণ করে?
®__৪১তম
★বাংলাদেশ নৌবাহিনিতে ১২ মার্চ ২০১৭ “নবযাত্রা ও জয়যাত্রা”নামে দুটি সাবমেরিন যুক্ত হয় তাতেই বিশ্বে ৪১তম সাবমেরিন দেশ বাংলাদেশ।

০৪) সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
®__ভিটামিন ডি
★ভোজ্য তেল,দুধ,ডিমের কুসুমেও।
ডি এর অভাবে শিশুদের রিকেটস বা হাড়বাঁকা রোগ হয়।

০৫) জাতীয় শিক্ষক দিবস কবে?
®__১৯ জানুয়ারি
★বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবরে

০৬) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি?
®__সাঁওতাল
০৭) বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান ‘তক্ষশীলা’ কোথায় অবস্থিত?
®__পাকিস্তানে
★পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়াল পিণ্ডিতে।১৯৮০ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।

০৮) “অর্থশাস্ত্র”গ্রন্থটি কার?
®__কৌটিল্যের
★খ্রিস্টপূর্ব ৩শতকে সংস্কৃত ভাষায় লেখেন চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কোটিল্য

০৯) দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কী?
®__র্যান্ড(রেন্ড)
★আইসল্যান্ড ও সুইডেন—ক্রোনা
আর্জেন্টিনা,চিলি,উরুগুয়ে,কিউবা, কলম্বিয়ার মুদ্রার নাম পেসো।

১০) মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
®__বাগযন্ত্রের সাহায্যে

১১) কথ্যরীতির সমন্বয়ে বিশিষ্ট জনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
®__আদর্শ চলিত ভাষা

১২) “নেই আঁকড়া”বাগধারাটির অর্থ কী?
®__একগুঁয়ে বা নাছোড়বান্দা

১৩) সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?
®__ঐকদেশিক

১৪) আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?–“রাঘবে”কোন কারকে কোন বিভক্তি?
®__অপাদানে ৭মী
(ভয় উৎপন্ন হচ্ছে রাঘব থেকে তাই অপাদান কারক)

১৫) “Man gets as much as he wants”অনুবাদ?
®__মানুষ যত পায়,তত চায়।

১৬) “It is long story” অনুবাদ?
®__সে অনেক কথা।
®__নোট রমজান

১৭) কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
®__উপপদ তৎপুরুষ সমাস

১৮) “অন্তরীপ”সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
®__নিপাতনে সিদ্ধ

১৯) অম্বর শব্দের সমার্থক শব্দ?
®__নভঃ
★ব্যোম,অন্তরীক্ষ, শূন্য,দ্যু,ছায়লোক

২০)”শুক”শব্দের স্ত্রীবাচক শব্দ?
®__সারী

২১) গুজবে কান দেওয়া উচিত নয়”এর বাংলা অনুবাদ?
®__One should not give ear to rumour.

২২) The noun form of “broad”is?
®__Breadth(প্রশস্ততা)

২৩) Your watch has run—?

®__down
★Run down—-অকেজো

২৪) The word “”docile””refers to?
®__tame
docile বাধ্য, tame বাধ্য/অনুগত

২৫) The antonym of”Candid” is?
®__Reserved
★Candid মনখোলা, Reserved গম্ভীর

নিয়মিত আমাদের সাজেশন পড়তে এই সাইট টি ভিজিট করুন এবং আমরা সর্বশেষ একটা ফাইনাল সাজেশন পোস্ট করবো।
আরো কিছু জানাতে বা জানতে ‍নিচেই কমেন্ট করুন।

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *