16th-ntrca-exam |
০১) বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
®__সিলেটের লালখানে
→সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে
→শীতলতম স্থান শ্রীমঙ্গল
→উষ্ণতম স্থান লালপুর
০২) বাংলাদেশের শিক্ষার স্তর কতটি?
®__৪টি
★জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে স্তর ৪টি(প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মধ্যমিক ও উচ্চ শিক্ষা)
০৩)বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে পদার্পণ করে?
®__৪১তম
★বাংলাদেশ নৌবাহিনিতে ১২ মার্চ ২০১৭ “নবযাত্রা ও জয়যাত্রা”নামে দুটি সাবমেরিন যুক্ত হয় তাতেই বিশ্বে ৪১তম সাবমেরিন দেশ বাংলাদেশ।
০৪) সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
®__ভিটামিন ডি
★ভোজ্য তেল,দুধ,ডিমের কুসুমেও।
ডি এর অভাবে শিশুদের রিকেটস বা হাড়বাঁকা রোগ হয়।
০৫) জাতীয় শিক্ষক দিবস কবে?
®__১৯ জানুয়ারি
★বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবরে
০৬) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি?
®__সাঁওতাল
০৭) বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান ‘তক্ষশীলা’ কোথায় অবস্থিত?
®__পাকিস্তানে
★পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়াল পিণ্ডিতে।১৯৮০ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
০৮) “অর্থশাস্ত্র”গ্রন্থটি কার?
®__কৌটিল্যের
★খ্রিস্টপূর্ব ৩শতকে সংস্কৃত ভাষায় লেখেন চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কোটিল্য
০৯) দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কী?
®__র্যান্ড(রেন্ড)
★আইসল্যান্ড ও সুইডেন—ক্রোনা
আর্জেন্টিনা,চিলি,উরুগুয়ে,কিউবা, কলম্বিয়ার মুদ্রার নাম পেসো।
১০) মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
®__বাগযন্ত্রের সাহায্যে
১১) কথ্যরীতির সমন্বয়ে বিশিষ্ট জনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
®__আদর্শ চলিত ভাষা
১২) “নেই আঁকড়া”বাগধারাটির অর্থ কী?
®__একগুঁয়ে বা নাছোড়বান্দা
১৩) সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?
®__ঐকদেশিক
১৪) আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?–“রাঘবে”কোন কারকে কোন বিভক্তি?
®__অপাদানে ৭মী
(ভয় উৎপন্ন হচ্ছে রাঘব থেকে তাই অপাদান কারক)
১৫) “Man gets as much as he wants”অনুবাদ?
®__মানুষ যত পায়,তত চায়।
১৬) “It is long story” অনুবাদ?
®__সে অনেক কথা।
®__নোট রমজান
১৭) কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
®__উপপদ তৎপুরুষ সমাস
১৮) “অন্তরীপ”সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
®__নিপাতনে সিদ্ধ
১৯) অম্বর শব্দের সমার্থক শব্দ?
®__নভঃ
★ব্যোম,অন্তরীক্ষ, শূন্য,দ্যু,ছায়লোক
২০)”শুক”শব্দের স্ত্রীবাচক শব্দ?
®__সারী
২১) গুজবে কান দেওয়া উচিত নয়”এর বাংলা অনুবাদ?
®__One should not give ear to rumour.
২২) The noun form of “broad”is?
®__Breadth(প্রশস্ততা)
২৩) Your watch has run—?
®__down
★Run down—-অকেজো
২৪) The word “”docile””refers to?
®__tame
docile বাধ্য, tame বাধ্য/অনুগত
২৫) The antonym of”Candid” is?
®__Reserved
★Candid মনখোলা, Reserved গম্ভীর
নিয়মিত আমাদের সাজেশন পড়তে এই সাইট টি ভিজিট করুন এবং আমরা সর্বশেষ একটা ফাইনাল সাজেশন পোস্ট করবো।
আরো কিছু জানাতে বা জানতে নিচেই কমেন্ট করুন।