FLID Job Circular 2019
![]() |
FLID Job Circular 2019 |
মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তরে শূন্য পদ গুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটি ০৮ পদে ২১ জনকে নিয়োগ দেবে। পদ গুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
আবেদন প্রক্রিয়াঃ চাকরির জন্য নির্ধারিত আবেদন ফরম প্রার্থী কতৃক স্বহস্তে/কম্পিউটার টাইপে পূরণ করে নিজ স্বাক্ষরে আবেদন করতে হবে। আবেদন ফরম এ দপ্তরের ওয়েব সাইটে (flid.gov.bd) পাওয়া যাবে। আবেদনপএ আগামী ৩১/১০/২০১৯ খ্রিঃ তারিখের মধ্যে উপ-পরিচালক,মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তর,মৎস ভবন (১১ তলা),রমনা,ঢাকা এর বরাবরে অফিস চলাকালীন সময়ে পৌছাতে হবে। আবেদনপএ অবশ্যই ডাকযোগে প্রেরণ করতে হবে। সরাসরি বা হাতে কোন আবেদন পএ গ্রহণ করা হবে না।
আবেদনের সময়সীমাঃ আবেদনপএ আগামী ৩১ অক্টোবর ২০১৯ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।
বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুনঃ
![]() |
FLID Job Circular 2019 |
প্রাইমারী এবং বিসিএস পরীক্ষার সকল আপডেট জানতে প্রুপে জয়েন করুন । গ্রুপে জয়েন করতে ছবিতে ক্লিক করুন।