Friday , November 15 2024

বিভিন্ন সংস্থার সদর দপ্তর গুলো জেনে নিন এক নজরে

Headquarters-of-different-organizations

🌍UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক।
🌍 জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক।
🌍 CIA এর সদর দপ্তর= ভার্জিনিয়া।
🌍 OIC এর সদর দফতর= জেদ্দা।
🌍 IRRI-এর সদর দপ্তর= ফিলিপাইন (লস ব্যানোস)।
🌍 সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)।
🌍 ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস।
🌍 NATO এর সদর দপ্তর= ব্রাসেলস।

.
🌍 ‘UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে।
🌍 WIPO এর সদর দপ্তর=জেনেভা।
🌍 ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি।
🌍 আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
🌍 এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা।
🌍 ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা।
🌍 World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন
🌍 আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ।

.
🌍 IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি।
🌍 ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল।
🌍 PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন।
🌍 IAEA এর সদর দপ্তর=ভিয়েনা।
🌍 WHO এর সদর দপ্তর=জেনেভা।
🌍 FAO এর সদর দপ্তর=রোম।

.
🌍 BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা।
🌍 ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা।
🌍 NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন।
🌍 G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন।
🌍 UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা।

.
🌍 ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ।
🌍 OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর= হেগ।
🌍 OPEC এর সদর দপ্তর= ভিয়েনা।
🌍 WTO এর সদর দপ্তর= জেনেভা।
🌍 WLO এর সদর দপ্তর= জেনেভা।
🌍 ILO-এর সদর দফতর= জেনেভা।

.
🌍 ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক।
🌍 জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম।
🌍 অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন।
🌍 ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও।
🌍 IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি।
🌍 UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে।
🌍 UNCTAD এর সদর দপ্তর= জেনেভা।
🌍 ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা।

.
🌍 AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
🌍 AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
🌍 রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।
🌍 CNN (Cable News Network) এর সদর দফতর= আটলান্টা, জর্জিয়া।
🌍 কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন।

পোস্ট টি আপনার কাছে যদি প্রয়েজনী মনে হয় তবে কমেন্ট করুন নিচেই। এছাড়াও কোন ধরনের পোস্ট চান তা আমাদের জানাতে ভুলবেন না।
শেয়ার করুন নিচেই ক্লিক করে

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *