most.gov job circular |
এই নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে মোট সাতটি পদে 20 জনকে নিয়োগের নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও বেতন স্কেলঃ
১। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13 বেতন স্কেল 11000 থেকে 26 হাজার 590 টাকা পদসংখ্যা তিনটি।
২। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16 বেতন 9300 টাকা থেকে 22490 টাকা কত সংখ্যা চারটি।
৩। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব গ্রেড 16 বেতন 9300-22490 টাকা একটি কম্পিউটার অপারেটর বেতন 11000 থেকে 26 হাজার 590 টাকা সংখ্যা তিনটি।
৪। অফিস সহায়ক এমএলএসএস 2018 250 টাকা থেকে 20 হাজার টাকা 2018 250 টাকা থেকে 20 হাজার টাকা একটি 18 হাজার 800 টাকা থেকে 21 হাজার 310 টাকা বেতন একটি।
আবেদন এর নিয়মঃ
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলির অনুসরণীয় অক্টোবর 2019 তারিখে প্রার্থীর বয়সসীমা 30 বছর হতে হবে। শুধু মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স 35 বছর থেকে বর্ণিত পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে কোন প্রকার গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি 12505 সিট কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 4 নম্বর শূন্যপদ পূরণ বিভাগসমূহের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 করতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণ একটি www.most.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ
অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু তারিখ ও সময় 6 অক্টোবর 2019 তারিখ সকাল নয়টা অনলাইন আবেদনের শেষ তারিখঃ 5 নভেম্বর 2019 তারিখ বিকাল পাঁচটার মধ্যেই প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র থেকে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে পরীক্ষা দিতে পারবেন।
আরো জানতে নিচের ছবিটি দেখুন
most.gov job circular |