Saturday , November 16 2024

প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু

 

 আজ বিকাল ৪টা থেকে শুরু হলো প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমে ১ম_রিলিজ_স্লিপের অনলাইন আবেদন। আবেদন করা যাবে ২৮ তারিখ রাত ১২টা পর্যন্ত।

 

National University
National University

 

 

★ রিলিজ স্লিপে যেভাবে আবেদন করবেনঃ
👉 রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট লিংক (http://app5.nu.edu.bd/…/msappl…/applicantLogin.action…) এ গিয়ে আবেদন ফরমের রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে।

👉 এরপর Apply For 1st release slip অপশনে ক্লিক করতে হবে।
👉 রিলিজ স্লিপে আবেদনের জন্য College Selection Option এ গিয়ে আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ,জেলা,কলেজ Select করলে ঐ কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা ও তার Eligible বিষয়ের তালিকা দেখতে পাবে। এ পর্যায়ে আবেদনকারী তার Eligible বিষয়ের তালিকা থেকে নতুন করে পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিবে। এভাবে একজন আবেদনকারীকে তার পছন্দ অনুযায়ী ৩টি_কলেজে পর্যায়ক্রমে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে। 

👉 এরপর Preview Application অপশনে ক্লিক করে, সবকিছু যাচাই করে Submit Application এ ক্লিক করতে হবে।
⚠️ রিলিজ স্লিপের আবেদন সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে না এবং আবেদনকারীকে কোন ফি প্রদান করতে হবে না।
২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমে #১ম_রিলিজ_স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত কিছু জিজ্ঞেসা ও সমাধানঃ
★ রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবেন?
👉 ১ম ও ২য় মেধা তালিকায় যাদের চান্স হয়নি অথবা, চান্স হয়েও যারা ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছেন শুধুমাত্র তারাই রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
★ রিলিজ স্লিপে কখন আবেদন করা যাবে শেষ তারিখ কবে?

👉রিলিজ_ স্লিপের_ অনলাইন আবেদন ২১_নভেম্বর_বিকাল_৪টা_থেকে_শুরু_হয়ে_২৮_নভেম্বর_২০২০_তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
★ প্রিলিমিনারী টু মাস্টার্স রেগুলার এডমিশনে প্রাথমিক আবেদন করিনি,রিলিজ স্লিপে আবেদন করতে পারবো কি?
👉 নাহ, পারবেন নাহ! বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ আছে,প্রাথমিক আবেদন করেনি বা কলেজ কর্তৃক নিশ্চায়ন হয়নি এমন কেউ রিলিজ স্লিপে আবেদন করতে পারবে নাহ।
★ রিলিজ স্লিপে কয়টি কলেজে আবেদন করা যাবে?
👉 রিলিজ স্লিপে সিট খালি থাকা সাপেক্ষে সর্বোচ্চ ৩ টি কলেজে আবেদন করা যাবে!
★ রিলিজ স্লিপে পূর্বের আবেদনকৃত কলেজ ও সাবজেক্টে আবার আবেদন করা যাবে?
👉 জ্বি অবশ্যই! সিট খালি থাকলে যেকোনো কলেজে আবেদন করতে পারবেন! তবে সেটা সর্বোচ্চ ৩টি কলেজ।

 

★ রিলিজ স্লিপে আবেদন করতে কি কি লাগবে?
👉 প্রাথমিক আবেদনের এডমিশন রোল ও পিন নম্বর শুধু।
★ রিলিজ স্লিপের মেধা তালিকা কিভাবে নির্ধারণ করা হবে?
👉 রিলিজ স্লিপের মেধা তালিকা দেওয়া হবে রেজাল্ট / সিজিপিএ-র উপর ভিত্তি করে! যে আগে রিলিজ স্লিপে আবেদন করবে তাকে আগে সিট দেওয়া হবে, এমনটা কখনোই নয়! তাই সময় নিয়ে ভেবে-চিন্তে এপ্লাই করতে পারবেন।
★ রিলিজ স্লিপে আবেদন করতে টাকা লাগবে?
👉 অনলাইনে নিজে আবেদন করলে কোনো টাকা লাগবে নাহ! যদি কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করেন সেক্ষেত্রে ৫০-১০০ টাকা নিতে পারে।
★ রিলিজ স্লিপের মেধা তালিকা কখন দিবে বা কিভাবে রেজাল্ট চেক করবো?
👉 ২৮ নভেম্বর পর্যন্ত আবেদন শেষ হওয়ার পর ১ সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করা হবে! 

 

 

অনলাইনে রেজাল্ট যেভাবে চেক করবেনঃ
👉 (http://app5.nu.edu.bd/…/msappl…/applicantLogin.action…) উক্ত লিংকে প্রবেশ করুন।
👉 এরপর Admission Roll No. এবং Pin Number দিয়ে লগইন করে রেজাল্ট জানতে পারবেন।
★ রিলিজ স্লিপে মেধা তালিকায় চান্স নাহ হলে করনীয়?
👉 রিলিজ স্লিপে মেধা তালিকায় চান্স নাহ হলে অপেক্ষা করবেন ২য় রিলিজ স্লিপ দেয় কিনা! তখন আবার নতুন করে সর্বোচ্চ ৩ টা কলেজে আবেদন করতে পারবেন! যদি ২য় রিলিজ স্লিপ দেওয়া নাহ হয়, সেক্ষেত্রে প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে এডমিশন নিতে পারবেন! এই মাসের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামের সার্কুলার দিতে পারে।
***প্রিলিমিনারী টু মাস্টার্স এডমিশন সম্পর্কে যেকোনো আপডেট পেতে গ্রুপের সাথেই থাকুন***

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *