প্রাইমারী নিয়োগ পরীক্ষায় বাংলা ২য় পত্রে ১৭ মার্ক তুলবেন যেভাবে
Primary Suggestions |
Home / আপডেট নোটিশ / সাজেশন / প্রাইমারী নিয়োগ পরীক্ষায় বাংলা ২য় পত্রে ১৭ মার্ক তুলবেন যেভাবে,Primary Bangla Suggestion
প্রাইমারী নিয়োগ পরীক্ষায় বাংলা ২য় পত্রে ১৭ মার্ক তুলবেন যেভাবে,Primary Bangla Suggestion
by Staff Reporter on May 11, 2019 in আপডেট নোটিশ, সাজেশন
প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি
বাংলা–২য় —————(১৭) মার্ক√√√
এখন আসি কিভাবে আপনি ১৭ মার্ক পাবেনঃ——-
প্রাইমারী নিয়োগ পরীক্ষায় বাংলা ২য় পত্রে ১৭ মার্ক তুলবেন যেভাবে,Primary Bangla Suggestion
এই কয় দিন কী কী পড়বেন। আমি মনে করি, যেহেতু সময় একদম কম তাই সব না পড়ে কেবল Important বিষয়গুলো পড়ুন, যেখান থেকে বেশি বেশি কিংবা বারবার প্রশ্ন আসে।।।
এখন প্রশ্ন হলো আমি তা কীভাবে বোঝবো? উত্তর একদম সহজ——————-
আপনি যদি “প্রাইমারি সহকারী নিয়োগ পরীক্ষা”র প্রশ্নগুলো ভালোভাবে খেয়াল করেন। তাহলে দেখতে পাবেন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে।
তাহলে বুঝে যাবেন এই টপিক গুলা আপনাকে আগেই টাচ দিতে হবে।।
তারপর খেয়াল করে দেখুন কোন প্রশ্ন গুলা একের অধিকবার সালে রিপিট করছে সেই প্রশ্ন গুলা পড়েন বেশি বেশি করে।
যে প্রশ্ন গুলা একেরঅধিক চাকরি পরীক্ষায় প্রশ্ন আসছে সে গুলো বার-বার লাল কলম দিয়ে মার্কিং করে এনালাইসিস করেন।
#যেমন বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে ১৭-১৮ এর মতো ২০ টির মধ্যে । বাকি ২ তিনটি আসে সাহিত্য থেকে।
তাই এখন বাংলা সাহিত্য না পড়ে কেবল ব্যাকরণ পড়ুন। সাহিত্য যা যা পড়েছেন। এখন আর পড়ার দরকার নেই। একান্তভাবে পড়তে চাইলে শুধু রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্গিম, শরৎচন্দ্র, জহির রায়হান, মানিক বন্দ্যোপাধ্যায় ও জসীমউদদীন পড়ুন।
মুক্তিযুদ্ধের টপিক গুলা,, যেমনঃ– গল্প, গ্রন্থ, উপন্যাস এই গুলা বেশি পড়েন,, সাহিত্য এর ইতিহাস ইত্যাদি।।
আপনি যখন সন্ধিবিচ্ছেদ,, কারক,, সমাস,, সমার্থক,, বিপরীত শব্দ পড়বেন এই গুলার বিশদভাবে পড়তে হবে।।
এখানে একটু ট্রিক আছে———
আপনি দেখুন বাজারের বিভিন্ন বইয়ে সাথে লিখা আছে এই প্রশ্ন গুলা আসছে অমুক তমুক বিসিএস পরীক্ষায় বা বিভিন্ন স্কুল কলেজ নিবন্ধন পরীক্ষায় তখন এই উদাহরণ গুলা নিয়ম অনুসারে চর্চা করুন।।
তারপর কয়েকটি প্রশ্ন আসে বানান শুদ্ধ,, ক্রিয়ার কাল,, শব্দের শ্রেণীবিভাগ,, উর্দু,, ফারসি,, আরবি,, ইংরেজি ইত্যাদি প্রশ্ন গুলা।
উপস্বর্গ ও অনুস্বর্গ সংখ্যা ইত্যাদি প্রশ্ন গুলা।
এভাবে এই টপিক গুলা বার-বার এনালাইসিস করলেই ভাল কমন থাকবে।।।
মনে রাখতে হবে এভাবে আপনাকে পাস করার জন্যে টপিক গুলা সিলেক্ট করে পড়তে হবে।।
ক্লাস-৯-১০ এর বইটা থাকলে বেশি ভাল এটাকে দুই-তিন বার পড়তে পারলেই যথেষ্ট।।
তাছাড়া বাজারের বিভিন্ন বই আছে দেখে -দেখে পড়লেই হবে।।
আজকে এই পর্যন্ত পরবর্তী টপিক গুলার পোস্ট এর জন্যে লাইক-কমেন্ট ও শেয়ার দিয়ে সাথেই থাকুন।
পোস্ট টি লিখেছেন: ইমরান হোসেন খান