Wednesday , December 18 2024

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ১০০টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নোত্তর

 প্রায় ১০০টি Recent GK
1. টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২০:
→বাংলাদেশের অবস্থান – ১০৯তম।
→শীর্ষ অবস্থানে – সুইডেন।
→সর্বনিম্নে অবস্থান – সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।
বিশ্ব শান্তি সূচক ২০২০ (Global Peace Index 2020):
2. ২০২০ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? – ৯৭ তম
১মঃ আইসল্যান্ড । 2nd: new zealand 3rd: Portugal
১৬৩ তম (সর্বশেষ অবস্থান): আফগানিস্তান।
3. বিশ্বব্যাংকের প্রকাশিত মানব সম্পদ সূচক – ২০২০ অনুসারে বিশ্বে শীর্ষে কোন দেশ?
উত্তরঃ সিঙ্গাপুর (দ্বিতীয় – চীনের হংকং, তৃতীয় – জাপান)। বাংলাদেশের অবস্থান ১২৩তম
## সর্বনিম্ন – সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১৭৪তম)।
## যুক্তরাজ্য – ১১তম, যুক্তরাষ্ট্র – ৩৫তম, চীন – ৪৫তম।
## দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা (১০৪তম)।
4. জার্মান বুক ট্রেড বোর্ড শান্তি পুরস্কার ২০২০ (2020 Peace Prize of the German Book Trade) পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
5. দেশের বাইরে প্রথম শহিদ মিনার- টোকিও, জাপান।
6. দেশের বাইরে প্রথম ভাষা স্মৃতিসৌধ – সিডনি, অস্ট্রেলিয়া।
7. দ্য ব্যাংকারের ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার’ মুস্তফা কামাল
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈশ্বিক পর্যায়ে ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার’-এ ভূষিত হয়েছেন।
8. দেশের ‘লাইট ইঞ্জিনিয়ারিং’ পণ্যকে ২০২০ সালের বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিঃদ্রঃ বাইসাইকেল, মোটরসাইকেল, অটোমোবাইল, অটো পার্টস, ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী, অ্যাকুমুলেটর ব্যাটারি, সোলার ফটো-ভল্টিং মডিউল ও বিভিন্ন খেলনা সামগ্রী লাইট ইঞ্জিনিয়ারিং খাতের অন্তর্ভুক্ত।

Primary-Suggestions
Primary-Suggestions

 

 

9. প্রথম বৈদ্যুতিক খুঁটিবিহীন নগরী – সিলেট
10. “১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত এই সময়কালটা মুজিব বর্ষ।”
11. ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের কোন স্থান? উঃ Death Valley ; ৫৪.৪ ডিগ্রি
12. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে – লালমনিরহাট।
13. বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল – আমাজন।
14. সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বে ১৮০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? উঃ ১৫১তম
15. বিশ্বের দ্রুততম “Super Computer ” কোনটি? উঃ Fujitsu Fugaku, জাপান।
16. ২০২০ সালে কোন বাংলাদেশী CPJ International Press Freedom Award এ ভূষিত হন? উঃ শহীদুল আলম
17. সম্প্রতি ভারতীয় কোন ডাক্তার কে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড’ “Longest Awareness Ribbon’ পুরস্কারে ভূষিত করেছেন?
উঃ সুশোভন বন্দ্যোপধ্যায়
18. ‘Cop-26’ সম্মেলন কখন, কোথায় অনুষ্ঠিত হবে? উঃ ১-১২ নভেম্বর ২০২০; গ্লাসগো, স্কটল্যান্ড।
19. ‘Forbes’-র তথ্য মতে, সফল ‘Thirty-Under-Thirty’-র তালিকায় জায়গা পাওয়া দুই বাংলাদেশি নারী কে?
উঃ ইশরাত করিম (আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা); রাবা খান (দ্য ঝাকানাকা প্রজেক্ট এর এন্টারটেইনার)
20. চতুর্থ বাঙালি হিসেবে নোবেল জয় করেন কে? – অভিজিৎ ব্যানার্জি (৬ষ্ঠ দম্পতি হিসেবে নোবেল পায়)
21.পাট, চিংড়ি ও কাঁকড়া থেকে ‘PPE(Personal protective equipment)’ তৈরী করেছেন কোন বাংলাদেশী উদ্ভাবক?
উঃ ড. মোবারক আহমদ খান
22.বাংলাদেশে সর্বোচ্চ রেমিটেন্স আসে – উঃ সৌদি আরব ;
২য়- যুক্তরাষ্ট্র ; ৩য় – সংযুক্ত আরব আমিরাত
23.WTO’s ‘World Statistical Review 2020′ অনুযায়ী, পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কততম? উঃ ২য়;
শীর্ষ-চীন ; ৩য়- ভিয়েতনাম
24.দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্যসেবায় মাথাপিছু সরকারি ব্যয়ে বাংলাদেশের অবস্থান কত তম?
উঃ সর্বনিম্ন (৮৮ ডলার); সর্বোচ্চ– মালদ্বীপ(২০০০ ডলার)
25.কানাডার মন্ত্রিসভায় প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে? উঃ ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড
26. সহজে ব্যবসা সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান – ১৬৮তম (১৮৯টি দেশের মধ্যে)।
27.২০১৯-২০ অর্থবছরে কত ডলারের পোশাক রপ্তানি হয়? উত্তরঃ ২ হাজার ৭৯৫ কোটি ডলার।
28. ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত তম? উত্তরঃ ১৮৭তম।
29. উপসাগরীয় কোন দেশে সম্প্রতি প্রথমবারের মতো নারী বিচারক নিয়োগ দেওয়া হয়েছে? উত্তরঃ কুয়েত।
30. ঢাকার ঐতিহ্যবাহী ‘আহসান মঞ্জিল’ কে নির্মাণ করেন? উত্তরঃ জমিদার শেখ এনায়েতুল্লাহ।
31. ভারতে কে প্রথম ভাইসরয় নিযুক্ত হন? উত্তরঃ লর্ড ক্যানিং।
32. বিশ্বের প্রথম কোন নারী সাহিত্যিক পুলিৎজার পুরস্কার লাভ করেন? উত্তরঃ এডিথ ওয়ার্টন, যুক্তরাষ্ট্র।
33. কোন বাংলাদেশি নাগরিক সম্প্রতি বিশ্বের শীর্ষ ১০ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন?
উত্তরঃ মেরিনা তাবাশ্যুম (তৃতীয় অবস্থান)।
34. দেশে বর্তমানে সাক্ষরতার হার কত শতাংশ? উত্তরঃ ৭৪.৭০ শতাংশ।
35. বিশ্বে সামষ্টিক অর্থনীতির সূচনা হয় কবে? উত্তরঃ ১৯৩৬ সালে।
36. দেশে সম্প্রতি কোথায় পুরনো একটি গুহার সন্ধান পাওয়া গেছে? উত্তরঃ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
## ১৫০ বছরের পুরনো এই গুহার স্থানীয় নাম – বাদুর গুহা।
37. কোন নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত? উত্তরঃ করতোয়া। মহাস্থানগড় পরিচিত ছিল – পুণ্ড্রনগর নামে।
38. বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হয়েছে? উত্তরঃ ৫.২৪ শতাংশ।
## দেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি – ৮.১৫ শতাংশ (২০১৮-১৯ অর্থবছরে)।
39. সম্প্রতি বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কোন দেশ হাইপারসনিক প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে?
উত্তরঃ ভারত।
40. সম্প্রতি দক্ষিণ এশিয়ায় প্রথম কোন দেশে ‘Global Center on Adaptation (GCA)’ এর আঞ্চলিক অফিস স্থাপন করা হয়? উত্তরঃ বাংলাদেশ।
41. ঢাকায় বর্তমানে ঐতিহ্যবাহী স্থাপনার সংখ্যা কতটি? উত্তরঃ ৭৪টি।
42. মুজিবনগর সরকার বাংলাদেশকে কয়টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে? উত্তরঃ ১১টি।
43. প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা কবে দেশে প্রবেশ করে যুদ্ধ করেছে? উত্তরঃ জুন মাস।
44. দেশে বর্তমানে কয়টি কয়লাখনি রয়েছে? উত্তরঃ ৫টি।
## মোট কয়লার মজুত – প্রায় ৩০০ কোটি টন। ## কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র – ১৬টি।
45. বর্তমান বিশ্বের আলোচিত ইসরায়েল-আমিরাত- বাহরাইন ঐতিহাসিক চুক্তি সই কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর, ২০২০. ## চুক্তির ঘোষণা – ১৩ আগস্ট, ২০২০.
## এই চুক্তিতে অবদান রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২১ সালের শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য মনোনীত করা হয়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং দুই আরব দেশ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যকার শান্তি চুক্তির নাম কী? উত্তরঃ অ্যাব্রাহাম অ্যাকর্ড।
46. কোন আরব রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের প্রথম শান্তি চুক্তি হয়? উত্তরঃ মিসর (১৯৭৯ সালে)।
## দ্বিতীয় আরব রাষ্ট্র – জর্ডান (১৯৯৪ সালে)।
## তৃতীয় আরব রাষ্ট্র – সংযুক্ত আরব আমিরাত এবং চতুর্থ আরব রাষ্ট্র – বাহরাইন; এই দুই দেশই চুক্তি করে – ১৫ সেপ্টেম্বর, ২০২০.
47. জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী পাঠানোর দিক দিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কত তম?
উত্তরঃ প্রথম। ## ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশ এই গৌরব অর্জন করলো।
48. কোন দুই দেশের সীমান্তে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত? উত্তরঃ চীন এবং নেপাল।
## চীনের মতে মাউন্ট এভারেস্টের উচ্চতা – ৮,৮৪৪.৪৩ মিটার এবং নেপালের মতে মাউন্ট এভারেস্টের উচ্চতা – ৮,৮৪৮ মিটার।
49. বিশ্বের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা কে? উত্তরঃ অ্যালিস জি ব্লাসে, ফ্রান্স।
50. বাংলাদেশ সম্প্রতি জাতিসংঘের কোন অঙ্গসংস্থার ২০২১-২৩ মেয়াদের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে? উত্তরঃ UNDP, UNFPA, UNOPS.
51. মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘের প্রকাশিত ২০২০ সালের জন্য ১৭ জন ‘ইয়ং লিডার’ তালিকায় কোন বাংলাদেশি তরুণ স্থান পেয়েছেন? উত্তরঃ জাহিন রোহান রাজিন, প্রযুক্তিবিদ।
## প্রথম বাংলাদেশি তরুণ হিসেবে ২০১৬ সালের ‘ইয়ং লিডার’ তালিকায় স্থান পান – সওগাত নাজবিন খান।
52. সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে ব্যক্তির জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম সংযুক্তির আইন পাস করা হয়েছে? উত্তরঃ আফগানিস্তান।
53. বাংলাদেশ সরকারের ব্যাংক ব্যবস্থায় সম্প্রতি চালু করতে যাওয়া শরিয়াহভিত্তিক ইসলামি বন্ডের নাম কী?
উত্তরঃ সুকুক।
54. দেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল? উত্তরঃ তিনটি। ## সেক্টর – ১১টি এবং সাব-সেক্টর – ৬৪টি।
55. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় কোন নারীকে ভাইস প্রেসিডেন্টের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে? উত্তরঃ কামালা হ্যারিস।
## তাঁকে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হলো।
56. বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী কে? উত্তরঃ সাইদা খানম।
## গত ১৮ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
## তাঁর আত্মস্মৃতিমূলক বই – ‘স্মৃতির পথ বেয়ে’।
## পেশাজীবী আলোকচিত্রী যাত্রা শুরু – ১৯৫৬ সালে (বেগম পত্রিকার মাধ্যমে)।
57. ঢাকার রেসকোর্স ময়দানের নাম কবে সোহরাওয়ার্দী উদ্যান রাখা হয়? উত্তরঃ ১৯৭২ সালে।
58. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান’ -এই কথা উল্লেখ আছে?
উত্তরঃ ২৭ নং অনুচ্ছেদে।
59. WTO এর প্রকাশিত ‘World Trade Statistical Review 2020’ অনুসারে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ কোনটি? উত্তরঃ ইউরোপীয় ইউনিয়ন। ## শীর্ষে – চীন; একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ – বাংলাদেশ।
60. সম্প্রতি কোন বাংলাদেশি স্থপতি ‘আগা খান পুরস্কার’ লাভ করেছেন? উত্তরঃ স্থপতি মেরিনা তাবাশ্যুম।
61. বাংলাদেশের কোন নদকে হাইকোর্ট সম্প্রতি ‘জীবন্ত সত্তা (লিগ্যাল পারসন)’ হিসেবে ঘোষণা দেয়?
উত্তরঃ তুরাগ নদ।
62. সদ্য প্রকাশিত মুদ্রানীতি অনুযায়ী বর্তমানে দেশের ব্যাংক রেট কত শতাংশ? উত্তরঃ ৪ শতাংশ।
63. ২০২০-২১ অর্থবছরের বাজেট দেশের কত তম বাজেট? উত্তরঃ ৪৯তম।
## বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের – দ্বিতীয় বাজেট।
## বাজেটের আকার – ৫ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা।
## বাজেটের শিরোনাম – অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা।
64. ২০১৯-২০ অর্থবছরে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ কত? উত্তরঃ ১ হাজার ৮২০ কোটি ডলার।
65. দেশে প্রথম ভার্চুয়াল আদালত বসে ১১ মে ২০২০.
66. What is the name of the artificial intelligence based telemedicine app made in the country? Enzaime
67. Which ministry won the ‘United Nations Public Service Award 2020’? Ministry of Land
68. Who called Sheikh Mujibur Rahman “Forgotten Hero”? David Ludden
Corona Related:
1. বিশ্বের প্রথম Covid19 (Coronavirus) করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির নাম ” উই গুইশিয়ান”
2. চীনের বাইরে প্রথম করোনা রোগী কোন দেশে পাওয়া যায়? =>থাইল্যান্ড (১৩ ই জানুয়ারি, ২০২০)
3. WHO বৈশ্বিক জরুরি অবস্থা জারি করেন?? =>৩০ জানুয়ারী, ২০২০
## WHO এখন পর্যন্ত ৩ টি রোগকে জরুরি অবস্থা জারি করছে।
4. করোনা ভাইরাস কে WHO মহামারী ঘোষণা করেন? =>১১ মার্চ ২০২০.
5. WHO কভিড-১৯ নামকরণ করেন কবে? =>১১ ফেব্রুয়ারি, ২০২০
6. ইউরোপের প্রথম করোনামুক্ত দেশের নাম__মন্টেনিগ্রো
7. WHO এর বর্তমান মহাসচিব__তেদরোস আধানম গেব্রিয়েস
8. করোনা ভাইরাসের সংকটে প্রথমবারের মতো সরকার পতন হয় ইউরোপের কোন দেশে? উঃ কসোভো
9. বেসরকারি সংগঠন PPRC ও BIGD গবেষণার তথ্য, করোনাকালে রাজধানী ঢাকা ছেড়ে চলে গেছে কত শতাংশ দরিদ্র মানুষ? উঃ ১৬%
10. বিশ্বে এ পর্যন্ত কয় ধরনের করোনা ভাইরাস পাওয়া গেছে? উত্তরঃ ছয়। (বাংলাদেশে পাওয়া গেছে – চার ধরনের)। ## করোনা ভাইরাসে মোট প্রোটিন থাকে – ২৮টি।
11. ‘থ্রি সি’ শব্দটি কিসের সাথে সম্পর্কিত? উত্তরঃ করোনাভাইরাস।
## বিশ্ব স্বাস্থ সংস্থা করোনাভাইরাস বিস্তার রোধে তিনটি কাজ এড়িয়ে যেতে বলেছে; সেগুলো হলো – Close-contact sitting, Closed Spaces and Crowded Spaces. এগুলোকে একত্রে বলা হয় ‘থ্রি সি’।
12. অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা টিকার নাম কী? উত্তরঃ এজেড১২২১.
14. প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের সংকটের কারণে দেশের বিভিন্ন খাতে মোট কতটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন? উত্তরঃ ২১টি।
## প্রণোদনার পরিমাণ – প্রায় ১ লাখ ১২ হাজার ৬৩৩ কোটি টাকা।
15. বিশ্বে কোন দেশ lockdown নিয়ন্ত্রণে রোবট পুলিশ নিয়োগ করেছে? উঃ তিউনিসিয়া
16. বিশ্বের প্রথম কোন দেশ করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে? উত্তরঃ রাশিয়া।
## টিকার নাম – স্পুটনিক-৫ ## অনুমোদন দেওয়া হয় – ১১ আগস্ট, ২০২০.
17. বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কী? উত্তরঃ সেরাম ইন্সিটিউট, ভারত।
18. করোনা মহামারির কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জাতিসংঘের গৃহীত কর্মসূচীর নাম কী?
উত্তরঃ Save our Future. ## কর্মসূচীর উদ্বোধন করা হয় – ৪ আগস্ট, ২০২০

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *