পরীক্ষা ছাড়াই পরবর্তী শিক্ষাবর্ষ শুরুর প্রস্তাব সাত কলেজে
7 college under DU |
করোনা পরিস্থিতিতে সেশন জট নিরসন করতে এবং শিক্ষাবর্ষের ধারাবাহিক পাঠ্যক্রম অব্যাহত রাখতে পরীক্ষা ছাড়াই পরবর্তী বর্ষের শিক্ষা কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে শুরু করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের প্রশাসন৷
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকা কলেজে সাত কলেজের অধ্যক্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ৷
তিনি বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত নিতে সাত কলেজের অধ্যক্ষবৃন্দের সাথে আলোচনায় বসেছিলাম। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেসব বর্ষের ক্লাস শেষ, শুধু পরীক্ষা বাকি আছে তাঁদের পরবর্তী বর্ষের ক্লাস শুরু করাবো৷ সভায় গৃহীত এই সিদ্ধান্ত সুপারিশ আকারে লিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাব৷ অনুমতি পেলেই আমরা ক্লাস শুরু করে দেব৷”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে রাখাটা খুবই জরুরি। কেননা করোনা পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে পূর্ববর্তী বর্ষের পরীক্ষা নেয়ার সময় ক্লাস বন্ধ থাকবে৷ আর আমরা যদি অনলাইন ক্লাস শুরু করতে পারি তবে এতে শিক্ষার্থীরা যথেষ্ট উপকৃত হবে ও এগিয়ে থাকবে৷
আটকে থাকা ফলাফল প্রকাশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে আটকে থাকা কয়েকটি বিভাগের ফলাফল প্রকাশিত হবে। পূজার ছুটির পরপরই আমরা মাস্টার্সের ভর্তি শুরু করবো৷ আগামী ১০ নভেম্বরের মধ্যে মাস্টার্সের ভর্তি শেষে কয়েকদিনের মধ্যেই অনলাইন ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।