করোনার সময় ছাড়াও কোচিংয়ের বিকল্প হিসেবে টিভির পাঠদানকে গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত সরকারের।সেজন্য শিক্ষার প্রকল্পগুলোতে অনলাইনে পাঠদান জোরদার করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। আজ বুধবার দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনাকালে এসব তথ্য জানা যায়।
Dipu Moni |
আরো পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন শিক্ষা সচিব
আলোচানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন গত কয়েকমাসে নেয়া বিভিন্ন পদক্ষেপের তধ্য তুলে ধরে বলেন, শিক্ষার যত নতুন প্রকল্প হবে আর বিদ্যমান যত প্রকল্প নবায়ন হবে সবকিছুতে অনলাইনে পাঠদানের বিষয়টির জোরদারের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
উচ্চ মাধ্যমিক পরীক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে অনেক প্রস্তাব পাওয়া গেছে আরো কিছু প্রস্তাব পাওয়া যাবে বলেও সাংবাদিকদের জানানো হয়।
শিক্ষা উপমন্ত্রী বলেছেন, কারিগরিতে ভর্তির বয়স শিথিল করায় গতবছরের তুলনায় এ বছর এক হাজার শিক্ষার্থী বেশি ভর্তি হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান ছাড়াও শিক্ষা বিষয়ক সাংবাদিকরা বিভিন্ন বিষয় আলোচনা করেন।