Sunday , January 19 2025

জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরির নিয়োগ প্রকাশ || DC Office Job Circular 2020

ভূমি মন্ত্রণালয় 2018 শাখার 26 জনুয়ারি 2020 তারিখে সরকার পক্ষের পরিপ্রেক্ষিতে বরগুনা জেলা রাজস্ব প্রশাসনে নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত 2015 সালের জাতীয় বেতন স্কেলের প্রদত্ত বেতন-ভাতাদি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

Dc office job circular 2020
Dc office job circular 2020

পদের নামঃ অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ দুইটি
বেতনঃ 8 হাজার 250 টাকা – 20 হাজার টাকা পর্যন্ত।

শিক্ষকতা যোগ্যতাঃ ন্যূনতম অষ্টম শ্রেণী পাস

অন্যান্য শর্তাবলীঃ
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বরগুনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন ফরমে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে নির্ধারিত আবেদন ফরমটি পূরণ করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে তারিখসহ প্রার্থীকে স্বাক্ষর প্রদান করতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

আবেদন আগামী 7 এপ্রিল 2020 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে হাতে হাতে আবেদনপত্র গ্রহণ করা হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ভুল তথ্য সম্বলিত বিলম্বে প্রাপ্ত দরখাস্ত সমূহ বাতিল বলে গণ্য হবে।

আরো জানুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

Dc office job circular 2020
Dc office job circular 2020

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *