Sunday , January 19 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় এর CGPA গ্রেডিং পদ্ধতি বের করার নিয়ম

National university grading system National University Bangladesh Honours, Degree, Masters Exam Grading System And GPA/CGPA Count System .if You want to Know How to national university NU online grades Calculate/Check/count Honours or Degree Exam GPA/CGPA in National University Grading Points System.

National University grading system
National University grading system

The National University grading system in Bangladesh

সিজিপিএ হিসাব করার নিয়মঃ

#প্রথম নিয়মঃ

আপনার সকল বিষয় ৪ ক্রেডিট মানে ১০০ মার্ক হলে  টোটাল পয়েন্ট যোগ করে মোট বিষয় দিয়ে ভাগ দিলে হবে যেমনঃ
৩+৩.৫০+২.৫০+২.৫০+৩.২৫+৩.২৫=১২ এবার ৬ দিয়ে ভাগ করলে জিপিএ ৩ আসবে…

#দ্বিতীয় নিয়মঃ
১.ধরুন আপনার মোট বিষয় ৬ টি….যেমন: হিসাববিজ্ঞান,
ম্যানেজমেন্ট,
মার্কেটিং,
অর্থনীতি,
ফিন্যান্স
এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।

২.হিসাববিজ্ঞানের টোটাল মার্কস হলো ১০০ আর ক্রেডিট ৪।

__ম্যানেজমেন্ট এর মার্কস ১০০ আর ক্রেডিট ৪।
__মার্কেটিং এর টোটাল মার্কস১০০ ক্রেডিট ৪।
__অর্থনীতির টোটাল মার্কস ১০০ আর ক্রেডিট ৪।
__ফিন্যান্স এর টোটাল মার্কস ১০০ ক্রেডিট ৪।
__ইতিহাসের টোটাল মাকর্স ১০০ ক্রেডিট ৪।

__[তাহলে আপনার সর্বমোট ক্রেডিট হল ৪+৪+৪+৪+৪+৪=২৪

৩. এখন, ধরুন আপনি,,,,
হিসাববিজ্ঞানে B+ (3.25)
ম্যানেজমেন্টে B (3.00)
মার্কেটিং এ B (3.00)
অর্থনীতিতে C (2.25)
ফিন্যান্স এ C+ (2.50)
ইতিহাসে B+ (3.25) পেলেন…..

৪.এখন আপনার কাজ হলো প্রত্যকটা বিষয়ের পয়েন্ট কে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন করা।
চলুন করা যাক….
হিসাববিজ্ঞান (৩.২৫ গুন ৪) =১৩
ম্যানেজমেন্ট (৩ গুন ৪) =১২
মার্কেটিং (৩ গুন ৪)=১২
অর্থনীতি (২.২৫ গুন ৪) =৯
ফিন্যান্স (২.৫০ গুন ৪)=১০
ইতিহাস (৩.২৫ গুন ৪)= ১৩

__ আপনার টোটাল পয়েন্ট হলো। (১৩+১২+১২+৯+১০+১৩)=৬৯

৫.এবার টোটাল পয়েন্ট কে, টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করি। (৬৯/২৪)=২.৮৭৫ বা ২.৮৮(প্রায়) ★★

__উক্ত ২.৮৮ ই হলো আপনার CGPA।

ব্রি : দ্র: যারা ইমপ্রুভ বা রিটেকের পর নতুন পয়েন্ট পেয়েছেন, তারা ঐ বিষয়ের অাগের পয়েন্ট বাদ দিয়ে নতুন টা দিয়ে হিসাব করে নিবেন।

কত পেলে  কোন গ্রেডঃ
* 80-100 = A+ = 4.00
* 75-79 = A =3.75
* 70-74 = A- = 3.50
* 65-69 = B+ = 3.25
* 60-64 = B = 3.00
* 55-59 = B- = 2.75
* 50-54 = C+ = 2.50
* 45-49 = C = 2.25
* 40-44 = D = 2.00

পোস্টঃ S.r. Shohan

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *