Wednesday , December 18 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি শুরু

 বিশেষ_বিজ্ঞপ্তিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশঃ

nu masters admission
nu masters admission

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজেসমূহে ২০২১ শিক্ষাবর্ষে বিএড,বিপিএড,বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড ও ২০১৯-২০ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্বে ভর্তি কার্যক্রমে 

অনলাইন_প্রাথমিক_আবেদন_২৫_নভেম্বর_বিকাল_৪টা_থেকে_শুরু_হয়ে_০৭_ডিসেম্বর_২০২০_তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। উল্লেখিত সময়ের মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন করা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত)টাকা সংশ্লিষ্ট কলেজে ০৮ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

👉 মাস্টার্স (প্রফেশনাল) কোর্সসমূহঃ
★ ব্যাচেলর অব এডুকেশন (বিএড)
★ ব্যাচেলর অব মাদ্রাসা এডুকেশন (বিএমএড)
★ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএসএড)
★ ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড)
★ মাস্টার অব এডুকেশন (এমএড)
★ মাস্টার অব স্পেশাল এডুকেশন (এমএসএড)
★ মাস্টার অব ফিজিক্যাল এডুকেশন (এমপিএড)
★ ব্যাচেলর অব ল’স (এলএলবি শেষ পর্ব)

nu masters admission
nu masters admission

 

nu masters admission
nu masters admission

 

nu masters admission
nu masters admission

 

 

 

 

 

 

 

⚠️ এই ভর্তি কার্যক্রমে কোভিট-১৯ মহামারীকালীন পরিস্থিতিতে অনলাইন ক্লাস ০৩ জানুয়ারি ২০২১ তারিখ থেকে শুরু হবে…
★ এডমিশন সার্কুলার পিডিএফ ফাইলঃ http://app1.nu.edu.bd/notice/Adm_Circular_MS_Prof.pdf
★ গাইডলাইন পিডিএফ ফাইলঃ http://app1.nu.edu.bd/notice/Adm_Guide_MS_Prof.pdf

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *