Saturday , December 21 2024

জরুরী প্রয়োজন ছাড়া ঢাকা মহানগরীতে কেউ আসতে পারবেন না বা নগরীর বাইরে যেতে পারবেন না

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা মহানগরীতে প্রয়োজন ছাড়া কেউ আসতে পারবেন না বা নগরীর বাইরে যেতে পারবেন না। আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ কথা জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এই পদক্ষেপের অংশ হিসেবে আজ রোববার থেকে রাজধানীর প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশির ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাইরে যেতে না পারেন, তা নিশ্চিত করতেই তল্লাশির এই ব্যবস্থা।

তবে ডিএমপি বলেছে, জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহন এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

ডিএমপি জানায়, যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন চালনা করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

bd logo

করোনা ঠেকাতে নগরীতে এই নিয়ন্ত্রিত চলাচলের ব্যাপারে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

মন্তব্যঃ সত্যি অনেক সুন্দর পদক্ষেপ কিন্ত এই জরুরি কথা বলেই মানুষ কে সুযোগ করে দেওয়া হচ্ছে । আমরা বাঙালী আমাদের কাছে এই জরুরির অযুহাত হাজারটা আছে । এইটা বলা উচিৎ শুধু মাত্র চিকিৎসা এবং খাদ্যের বিষয় ছাড়া সব বন্ধ । তার পরেও আশা করি ডিএমপি সফল হতে পারবে । আর আপনারা সহযোগীতা করবেন । যদি তারা সফল হতে না পারে , অবস্থা আগের থেকে অনেক খারাপের দিকে যাবে।

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *