Sunday , November 17 2024

কারেন্ট অ্যাফের্য়াস -মে/১৯ পড়ে রাখুন এবং শেয়ার করে রাখুন

কারেন্ট অ্যাফের্য়াস -মে/১৯

Current affairs may 2019

 

১| বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৯ অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা কত?
®___৭৭১.৫০ কোটি
®___বৃদ্ধির হার ১.১%
®___সার্কভুক্ত আফগানিস্তানে বৃদ্ধির হার ২.৮%
®___সার্কে কম বৃদ্ধির হার শ্রীলংকায় ০.৪%
০২| ২০১৯ সালের সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
®___নরওয়ে
®___বাংলাদেশ ১৫০তম
®___সর্বনিম্নে তুর্কিমেনিস্তান
০৩| বৈশ্বিক ই-কমার্স বাণিজ্যে শীর্ষ দেশ কোনটি?
®___যুক্তরাষ্ট্র
০৪| ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশ কততম?
®___৯ম।
০৫| “সাগরকন্যা”নামে খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
®___১৮ কিলোমিটার
০৬| “National Thowheed Jamath (NTJ) কোন দেশভিত্তিক জিহাদী গ্রুপ?
®___শ্রীলংকার
®___২০১৪ সালে কাট্টাকুড়ি মুসলিম অধ্যুষিত শহরে কার্যক্রম চালু করে
০৭| দেশের একমাত্র কোস্টগার্ড বাহিনির প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
®___কুয়াকাটা,পটুয়াখালীতে।
০৮| ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্মিত দেশের প্রথম স্বয়ংক্রিয় আন্ডার ওটায়ার রোবটের নাম কী?
®___ডুবুরি
০৯| বিশ্বের প্রথম সশস্ত্র উভচর ড্রোন জাহাজ তৈরি করে কোন দেশ?
®___চীন
®___নাম Marine Lizard.
১০| বিশ্বে বাণিজ্যিকভাবে প্রথম 5G(5th Generation) চালু করে কোন দেশ?
®___দক্ষিণ কোরিয়া
®___চালু করে ৩ এপ্রিল ২০১৯।
১১| বিশ্বের দীর্ঘতম লবণ গুহার(Salt Cave)নাম কী ও কোথায় অবস্থিত?
®___নাম মালহ্যাম গুহা(Malham Cave)
®___ইসরাইলে অবস্থিত।
১২| বর্তমান ইস্পাত শিল্প প্রক্রিয়ার জনক কে?
®___স্যার হেনরি বেসিমির,ইংল্যান্ড
১৩| বিশ্বের প্রথম “কোরআন পার্ক” কোথায় অবস্থিত?
®___দুবাই,সংযুক্ত আরব আমিরাত
১৪| “International Year of Plant Health” কোন সাল?
®___২০২০ সাল।
১৫| WikiLeaks’র প্রতিষ্ঠাতা “জুলিয়ান অ্যাসাঞ্জকে” যুক্তরাজ্যে অবস্থিত কোন দেশের দূতাবাস থেকে গ্রেফতার করা হয়?
®___ইকুয়েডর দূতাবাস থেকে।
১৬| “ক্যাডমিয়াম” কী?
®___আর্সেনিকের মতই এক ধরনের টক্সিন।
১৭| কোন ৩টি ইকোনমিক জোন নিয়ে “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর”গঠিত?
®___মিসরাই
®___সীতাকুণ্ড ও
®___ফেনী জোন নিয়ে।
১৮| পাঙাশ মাছের পাউডার উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যাল?
®___বাকৃবি(বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ)
১৯| ২৫ এপ্রিল ২০১৯ “ঢাকা-রাজশাহী” রুটে চালু বিরতিহহীন ট্রেনের নাম কী?
®___বনলতা এক্সপ্রেস
২০|”আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো”জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার কে?
®___টিটু পাগল।
®___নোট প্রণয়নে রমজান
২১| “২০১৭-১৮” অর্থবছরে দেশে উৎপাদিত শীর্ষ ফল কোনটি?
®___তরমুজ
২২| প্রস্তাবিত ৬ষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?
®___হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়
২৩| বর্তমানে দেশে মাথাপিছু আয় কত?(সাময়িক)
®___১৯০৯
®___মাথাপিছু জিডিপি ১৮২৭ মা.ড.
®___প্রবৃদ্ধির হার ৮.১৩%
®___কৃষি খাতের প্রবৃদ্ধি ৩.৫১%
®___শিল্পে ১৩.০২%(অবদান ৩৫.১৪%)
®___সেবা ৬.৫০%(অবদান ৫১.২৬%)
২৪| জাপানের বর্তমান সম্রাটের নাম কী?
®___নারুহিতো
®___নতুন রাজকীয় যুগের নাম দেয় Reiwa.
২৫| নেপালের প্রথম স্যাটেলাইটের নাম?
®___Nepali Sat-1
®___উৎক্ষেপণ ১৭ এপ্রিল ২০১৯
২৬| ইউক্রেনের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
®___বলোদিমার জেলেনস্কি
®___স্লোভাকিয়ার ১ম নারী প্রেসি. জুজানা কাপুতোভা
২৭| প্রবাসী আয় ও রেমিটেন্স অর্জনে শীর্ষ কোনটি?
®___ভারত
®___বাংলাদেশ ৯ম
২৮| প্রবাসী আয় ও রেমিটেন্স অর্জনে বাংলাদেশে GDP তে অবদান?
®___৫.৪%
®___সর্বাধিক অবদান রাখা দেশ টোঙ্গা
২৯| “জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) এর বর্তমান সদস্য কত?
®___১৭০টি
®___১৭০তম দেশ অ্যান্টিগুয়া & বারমুডা
৩০| ১১তম BRICKS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
®___ব্রাসিলিয়া, ব্রাজিল
®___তারিখ ১৩-১৪ নভেম্বর ২০১৯ এ
৩১| বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
®___১৬.৮১ কোটি
®___বিশ্বে ৮ম
®___বৃদ্ধির হার ১.১%
৩২| জনসংখ্যা বৃদ্ধির সর্বাধিক হার কোন দেশের?
®___ওমানের
®___কম সিরিয়ার
®___জনসংখ্যায় শীর্ষ দেশ চীন
৩৩| ১২তম ক্রিকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?

®___৩০মে-১৪ জুলাই ২০১৯
®___ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে
৩৪| মোট কতটি দল অংশগ্রহণ করবে?
®___১০টি
®___মোট ম্যাচ ৪৮টি
®___মোট ভেন্যু ১১টি
®___ফাইনাল ম্যাচ হবে লর্ডসে

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *