![]() |
Walton Group Job Circular |
পদ সংখ্যা ও বেতন
এসি টেকনিশিয়ান 100 জন
টেকনিশিয়ান 100 জন
ড্রাইভার 20 জন
প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে এই যোগ্যতা এবং গুলো পাবেন নিচের বিজ্ঞপ্তিতে।
আবেদনকারীদেরকে অবশ্যই মোটরসাইকেল চালানো জানতে হবে এবং বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
উপরে উক্ত পদের জন্য যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জীবন বৃত্তান্ত এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ পত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ নিম্নোক্ত ঠিকানায় বিজ্ঞাপন প্রকাশের 15 দিনের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। জীবনবৃত্তান্তে অবশ্যই প্রার্থী মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে।
আবেদনপত্র এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
আর ও আর এম এন্ড এডমিন বিভাগ, ওয়ালটন কর্পোরেট অফিস, প্লট 1088, ব্লক আই সাবরিনা সোবহান পঞ্চম এভিনিউ, বসুন্ধারা আবাসিক এলাকা, ভাটারা ঢাকা 1229,
অথবা ই-মেইল করুন jobs@waltonbd.com
![]() |
Walton Group Job Circular |