Tuesday , January 21 2025

এপ্রিল,মে এবং জুন মাসের সাম্প্রতিক যত বাছাই করা প্রশ্ন একসাথে পড়ুন

এপ্রিল_মে_জুন_মাসের_সাম্প্রতিক_(All in one)
তথ্যসূত্র____কারেন্ট_অ্যাফেয়ার্স

Current-Affairs-in-last-3-Month

০১| দেশে বর্তমানে(৪ মার্চ ২০১৯) মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
®>১,৩৪,১৪৭টি
®>সরকারি ৬৫,৫৯৩টি

০২| বর্তমানে দেশে মোট পাটকল সংখ্যা কতটি?
®>৩১৪টি

০৩| দেশে একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানির নাম কী?
®>গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)

০৪| দেশে গ্যাস বিতরণ কোম্পানি কতটি?
®>৬টি(তিতাস,বাখরাবাদ, জালালাবাদ, কর্ণফুলী, সুন্দরবন ও পশ্চিমাঞ্চল।

০৫| দেশের বৃহত্তম গো-চারণভূমি কোথায় অবস্থিত?
®>সিরাজগঞ্জের শাহজাদপুরে।
®>আয়তন ১২০০ একর

০৬| দেশের প্রথম নারী সম্পাদক কে?
®>ঊর্মিলা সিংহ
®>তিনি কুমিল্লা থেকে প্রকাশিত ১৮৯৬ সালে ‘ত্রিপুরা হিতৈষী’পত্রিকার সম্পাদক ছিলেন।

০৭| ‘The Marriage Contract & Exhale(শ্বাসত্যাগ) নামক গ্রন্থ দুটির লেখক কে?
®>বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক “তারা আহমেদ”।

০৮| ১৫ মার্চ ২০১৯ এশিয়া-প্যাসিফিক ডেমোক্র্যাট ইউনিয়ন(APDU)’র পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে বাংলাদেশের কোন রাজনৈতিক দল?
®>বাংলাদেশ জাতীয়বাদী দল(BNP)

০৯| বর্তমানে(২০১৮-১৯) দেশের মাথাপিছু আয় কত?
®>১৯০৯ মার্কিন ডলার

১০| বাংলাদেশে ব্রিটিশ ও পাকিস্তান আমলে প্রণীত কতটি আইন চালু রয়েছে?
®>৩৭৮টি

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *