Sunday , January 19 2025

এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপকামিং আপডেটসমূহ (সকল বর্ষের জন্য)

 এক নজরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিসমূহঃ

 

national university
national university

 

 

👉 ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ(২০১৭-১৮) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশিত হয়েছে।পরীক্ষাসমূহ শুরু হবে ১৩/০২/২০২১ তারিখ, দুপুর ২ঃ০০টা থেকে।
#উল্লেখ্য, এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৬-২০১৭ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।

★ রুটিনের পিডিএফ ফাইলঃ http://www.nu.ac.bd/…/notice_2980_pub_date_17012021.pdf
👉 ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ(২০১৬-১৭) পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত। সময়সীমাঃ ২৩/০১/২০২১ইং তারিখ থেকে ২৩/০২/২০২১ তারিখ (শিক্ষার্থী কর্তৃক)
#উল্লেখ্য,এ কার্যক্রমে অংশগ্রহণ করবে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৫-১৬ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।
★ বিজ্ঞপ্তির পিডিএফঃ http://www.nu.ac.bd/…/notice_2979_pub_date_17012021.pdf
👉 ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্ব(২০১৭-১৮) পরীক্ষার সংশোধিত সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পরীক্ষাসমূহ শুরু হবে ৭/০২/২০২১ তারিখ সকাল ৯ঃ৩০ থেকে।
#উল্লেখ্য, এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৬-২০১৭ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীরা।
★ রুটিনের পিডিএফ ফাইলঃ http://www.nu.ac.bd/…/notice_458_pub_date_14012021.pdf

♠ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপকামিং আপডেটসমূহ 👇

👉 ২০১৮-১৯ সেশন প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামের ভর্তির সার্কুলার জানুয়ারিতে প্রকাশ হবে।

👉 ২০১৭-১৮ সেশন প্রিলিমিনারী টু মাস্টার্সের ফেব্রুয়ারির মধ্যে ফর্মফিলআপ সংক্রান্ত আপডেট আসবে।

👉 ২০১৮-১৯ সেশন অনার্স ২য় বর্ষের জানুয়ারিতে ফর্মফিলআপ সংক্রান্ত আপডেট আসতে পারে।

👉 ২০১৭-১৮ সেশন অনার্স ২য় বর্ষের পুনঃনিরীক্ষণের ফলাফল জানুয়ারী মাসে প্রকাশ করা হবে।

👉 ২০১৯-২০ সেশন অনার্স ১ম বর্ষের এই মাসে রেজিষ্ট্রেশন কার্ড ইস্যু হতে পারে… এর পরপরই ফর্মফিলআপের আপডেট আসবে…ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভব্য সময় মে মাসে!

👉 ২০১৬-১৭ সেশন ডিগ্রি ৩য় বর্ষের ফর্মফিলআপের নোটিশ দেওয়া হয়েছে! ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভব্য সময় মার্চের শেষ সপ্তাহ/ এপ্রিলের ১ম সপ্তাহে।

👉 ২০১৯-২০ সেশন ডিগ্রি ১ম বর্ষের এই মাসে রেজিষ্ট্রেশন কার্ড ইস্যু হতে পারে… 

এর পরপরই ফর্মফিলআপের আপডেট আসবে…ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভব্য সময় মে মাসে!

👉 ডিগ্রি ২য় বর্ষ ২০১৮-১৯ সেশনের ১ম বর্ষ পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল জানুয়ারীতে প্রকাশিত হবে।

👉 ২০১৮-১৯ সেশন ডিগ্রি ২য় বর্ষের জানুয়ারিতে কলেজ এডমিশন ফি আদায়ের নোটিশ দিবে…বাকি কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরপরই শুরু হবে! ফাইনাল পরীক্ষা হওয়ার সম্ভব্য সময় জুন মাসে।
বাকি সেশনদের কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরপরই ধাপে ধাপে এগোতে থাকবে।

***জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো আপডেট পেতে গ্রুপের সাথেই থাকুন***

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *