Sunday , December 29 2024

আনসার – ভিডিপি বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি । Ansar VDP Job Circular 2019

সাধরণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি  ২০১৯

                                           

Ansar VDP Job Circular 2019

সারাদেশে ৩ হাজার ৭৩২টি সংস্থায় ৬ হাজার গার্ডে প্রায় ৫০ হাজার সাধারণ আনসার সদস্য অঙ্গীভূত রয়েছে। প্রশক্ষিণ গ্রহণের পর আপনিও হতে পারেন এক জন গর্বিত অঙ্গীভুত আনসার।
আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধরণ আনসার প্রশিক্ষণ গ্রহন করতে হবে।প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে অনসার ভিডিপি একাডেমি গাজীপুরে পরিচালিত হবে।

সম্প্রতি এই বাহিনীতে সাধারণ আনসারের শূন্য পদ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিওিতে শুধু পুরুষ প্রার্থীদের বাছাই করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

                      সাধারণ আনসার পদের জন্য আবেদন করার যোগ্যতা

১. লিঙ্গঃ পুরুষ

২. বয়স ০৫ নভেম্বর ২০১৯ তারিখ সর্বনিম্ন ১৮ এবং ৩০ এপ্রিল ২০১৯ সর্বোচ্চ ৩০ বছর গ্রহণযোগ্য।

৩. সর্বনিম্ন উচ্চতাঃ ৫ ফুট এবং ৪ ইঞ্চি

৪. সর্বনিম্ন বুকের মাপ (স্বাভাবিক- সম্প্রসারিত) ৩০-৩২ ইঞ্চি

শিক্ষাগত যোগ্যতাঃ জেএসসি পরীক্ষায় উওীর্ণ।

বেতন ও সুযোগ সুবিধাঃ প্রশিক্ষণ শেষে অঙ্গীভুত হলে মাসিক ১৩,০৫০/ টাকা (সমতল এলাকায়)
এবং ১৪,২০০/ টাকা (পার্বত্য এলাকায়) ভাতা প্রাপ্য হবেন।
৯,৭৫০/- টাকা হারে বছরে দুটি উৎসব ভাতা।
দুটি ইউনিট ভির্তুকি মূল্যে।
কর্তব্য অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গত্ব বরণ করলে ২ লাখ টাকা আর্থিক সহায়তা।

আবেদনের নিয়মঃ ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনও অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (http://www.anarvdp.gov.bd) এ ‘সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপএ পূরণ করে দাখিল করা যাবে।

আবেদন শুরুর সময়ঃ ০৫ নভেম্বর ২০১৯ তারিখ রাত ১২ টা থেকে আবেদন করা যাবে।

আবেদনের শেষ সময়ঃ ৩০ নভেম্বর ২০১৯ তারিখ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

অন-লাইন রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা।

                                                                    Apply Online

প্রয়েজনীয় কাগজপএঃ লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পএ এর ফটোকপি, চারিত্রিক সনদের মূল কপি, নাগরিত্ব সনদের মূল কপি, অভিভাবকের সম্মতিসূচক সনদ, অনলাইন রেজিস্ট্রেশনের প্রবেশপত্রের মূল কপি, পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপএ জমা দিতে হবে।

নির্বাচন পদ্ধতিঃ প্রার্থীদের প্রথমে প্রাথমিক বাছাই বা শারীরিক পরীক্ষার জন্য নির্দিষ্ট  কেন্দ্রে উপস্থিত হতে হবে। শারীরিক পরীক্ষায় উওীর্ণ প্রার্থীদের সনদ যাচাইয়ের পর লিখিত পরীক্ষায় অঙশগ্রহণ করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, ‘সাধরণত প্রার্থীদের ৫০ নাম্বরের লিখিত ও ১০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। তবে এবার কত নম্বরের পরীক্ষা নেওয়া হবে।, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।
লিখিত পরীক্ষায় বিষয় থাকবে চারটি- বাংলা,ইঙরেজী,গণিত ও সাধরণ জ্ঞান। মৌখিক পরীক্ষায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আচরণ, নিজ জেলা, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হবে।

জেলাভিওিক পদের সংখ্যা ও নির্বাচন কেন্দ্রঃ

                                                         

Ansar VDP Job Circular 2019


প্রাইমারী এবং বিসিএস পরীক্ষার সকল আপডেট জানতে গ্রুপে জয়েন। গ্রুপে জয়েন করতে ছবিতে ক্লিক করুন।
                     

                                                     

About admin

Hi, I am Shohan From Bangladesh. I collect Job Circular From Official Website and Newspaper. Topbdjobs.com Is The Largest Online Job Portal In Bangladesh. Please Stay With Us.

2 comments

  1. Amar basa joypurhat,tai amio ki abedon korte parbo…?

  2. বিজ্ঞপ্তিতে আপনার জেলা আছে কি না চেক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *