Wednesday , December 18 2024

অনার্স ১ম বর্ষ (২০১৯-২০) ফর্ম ফিল-আপ কিভাবে করবেন? কি কি প্রয়োজন? দেখে নিন

 🎯🎯অনার্স ১ম বর্ষ (২০১৯-২০) ফর্ম ফিল-আপ প্রসঙ্গে…………………………
👉অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৩/০২/২০২১ তারিখ থেকে চলবে০২/০৩/২০২১ তারিখ পর্যন্ত 👈
⭕যা যা লাগবে?

 

অনার্স ১ম বর্ষ (২০১৯-২০) ফর্ম ফিল-আপ
অনার্স ১ম বর্ষ (২০১৯-২০) ফর্ম ফিল-আপ

 

✅আবেদন ফরম
✅রেজিস্টেশন নাম্বার
✅সচল ফোন নাম্বার
✅২ কপি পাসপোর্ট সাইজের ছবি (কলেজভেদে আলাদা )
✅টাকা (কলেজভেদে আলাদা)
⭕অনার্স ১ম বর্ষ ফরম ফিলাপ যেভাবে করবেন?
যেসব দোকানে অনলাইনের কাজ করা হয় সেখান থেকে ফরম ফিলাপের জন্য আবেদন ফরম তুলতে হবে😊 আবেদন ফরম তোলার জন্য রেজিস্টেশন নাম্বার আর মোবাইল নাম্বার লাগবে👀 অনার্সের জন্য আলাদা রেজিঃ কার্ড ইস্যু হয়েছে, নিজ কলেজে গেলেই পেয়ে যাবেন📣 রেজি: কার্ড নিতে সম্ভাবত টাকা লাগবে না😕
এছাড়া নিজেও ফরম পূরণ করতে পারেন👍
ফরম ফিলাপের জন্য অনলাইনের মাধ্যমে যে আবেদন ফরম টি উত্তোলন করছেন; সেই ফরম সহকারে আপনার কলেজে উপস্থিত থেকে সাথে টাকা ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে💯
নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম ফিলাপ না করলে, পরবর্তী সময়ে ফরম ফিলাপ করতে চাইলে,নির্দিষ্ট জরিমানা সহকারে ফরম ফিলাপ করতে হবে😬 আর যদি ফরম ফিলাপ না করেন তাহলে অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না❌ তার প্রেক্ষিতে এক বছর লস হয়ে যাবে⚠
⭕পরীক্ষা শুরু হবে কবে থেকে?
___ফরম ফিলাপের সময় শেষ হলে কয়েক দিনের মধ্যে পরীক্ষার রুটিন বের হবে😊
⭕ফরম ফিলাপ করতে কত টাকা লাগবে?
___সরকারি কলেজে হলে ২৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যেই হবে😐 বেসরকারি হলে একটু বেশি😕
⭕কিভাবে জানবো কত টাকা নিবে কলেজ?
___এটা জানার জন্য অবশ্যই আপনাকে আপনার কলেজের নোটিশ বোর্ড দেখতে হবে বা কলেজ শিক্ষকদের সাথে যোগাযোগ করতে হবে😌
⭕ইম্প্রুভ দেওয়ার জন্য ফরম ফিলাপ করতে কত টাকা লাগবে?
___১টা বিষয়ের জন্য ১৩০০/১৫০০ টাকা, পরবর্তী প্রতি বিষয়ের জন্য ২০০/৩০০ টাকা করে যোগ হবে😑
(কলেজভেদে কমবেশি হতে পারে )
⭕যারা নট প্রমোটেড বা পরীক্ষা দিয়েছেন ফেল করছেন প্রমোটেড হয়নি তারা কি করবে?
___তাদেরকেও ইমপ্রুভ নিয়মে ফরম ফিলাপ করতে হবে☝ শুধুমাত্র যে কয়টি সাবজেক্ট ফেল করেছে সে কয়টি😊
💥বি:দ্র: পরীক্ষা হবে ৮০ মার্কের😇 বাকি ২০ মার্ক ইনকোর্সের😋 বলে রাখা ভালো, ইনকোর্স পরীক্ষায় আলাদা ভাবে পাশ করতে হয়🔥 পাশ মার্ক ৮🧐
এখন যারা ইনকোর্স দেন নাই🙄 কলেজ কতৃপক্ষের সাথে যোগাযোগ করা ছাড়া আর কোনো উপায় নাই🤨 হতে পারে তারা ইনকোর্স নিলো বা জরিমানা😒 ভুলে যাবেন না ফাইনালে add হয় এই মার্ক এই ২০ মার্কসহ total ১০০ মার্ক😪
অন্য কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন ll
ধন্যবাদ!

About Staff Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *